Post# 1485177268

23-Jan-2017 7:14 pm


দয়ালু দয়াময় আল্লাহর নামে।

আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম,
যেন তাদের সাবধান করে দেয় কঠিন আজাব আসার আগেই।

উনি তাদের জানান -- আমার জাতি!
আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর কাছ থেকে!
তোমাদেরকে হুশিয়ার করতে।

আল্লাহর ইবাদত কর!
আল্লাহকে ভয় কর!
আল্লাহকে মেনে চলো।

তোমাদের পাপ উনি মাফ করবেন,
একটা দিন পর্যন্ত তোমাদের সময় দিবেন।
তবে সে দিন চলে আসলে আর সময় পাবে না।
যদি তোমরা বুঝতে!

নুহ বললেন,
আমার রব!
আমার জাতিকে দাওয়াহ দিয়েছি দিন-রাত,
তবে দাওয়াহ থেকে তারা শুধু পালিয়ে যাওয়া শিখেছে।

আমি তাদেরকে দাওয়া দিয়েছি আপনার ক্ষমার দিকে।
তারা কানে আংগুল দিয়েছে,
মুখ ঢেকেছে, গো ধরেছে,
আর অহংকার করেছে।

আমি চিৎকার করে তাদেরকে বলেছি!
চুপি চুপিও বলেছি।

তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও!
উনি ক্ষমাশীল!

উনি তোমাদের
বৃষ্টি দিবেন, সম্পদ দিবেন,
সন্তান দিবেন, বাগান দিবেন,
ঝর্না দিবেন।

তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহকে শ্রেষ্ঠ বলছো না?
অথচ ধাপে ধাপে তোমাদের সৃষ্টি করেছেন।
দেখ তাকিয়ে! আল্লাহ কি রকম সাত স্তরে আকাশকে সৃষ্টি করেছেন।
চাদকে আলোকিত করেছন, সূর্যকে প্রদীপ করেছেন।

তোমাদেরকে আল্লাহ মাটি থেকে বড় করেছেন।
মাটিতে ফিরিয়ে নেবেন।
আবার এই মাটি থেকে বের করবেন।

এই মাটিকে উনি বিছিয়ে দিয়েছেন তোমাদের জন্য,
যেন বিশাল রাস্তায় চলাফেরা করতে পারো।

নুহ বললেন,
আমার রব!
তারা আমার কথা শুনে নি।
শুনছে এমন লোকের কথা
যার মাল-সন্তান সেই লোকের জন্য ছিলো ক্ষতিকর।

তারা বড় পরিকল্পনা করেছে।
তারা বলে: দেবতাদের পুজা ছেড়ো না।
ছেড়ো না ওয়াদকে,
ছেড়ো না সুয়াকে,
ছেড়ো না ইয়াগুছকে,
ইয়াউককে বা নসরকে।

পথ থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে।
আর আপনি জালিমদের পথভ্রষ্টই করেন।

তাদের পাপের কারনে তারা
পানিতে ডুবলো, আগুনে ঢুকলো।
আল্লাহ ছাড়া তাদের আর কোনো সাহায্য ছিলো না।

নুহ বললেন,
আমার রব!
দুনিয়াতে কাফেরদের একটা বাড়িও রেহাই দিবেন না।
যদি ছাড়েন, তবে এরা আপনার বান্দাদের পথ ভ্রষ্ট করবে,
তাদের বাচ্চারাও হবে কাফের-ফাজের।

আমার রব!
আমাকে মাফ করেন।
মাফ করেন আমার পিতা মাতাকে।
আমার ঘরে যে মুমিনরা ঢুকেছে তাদেরকে।
সমস্ত মু'মিন নারি-পুরুষদের আপনি মাফ করেন।

আর জালেমদের পতনকে শুধু বাড়িয়ে দিন।

- সুরা নুহ।

#HabibQuran

23-Jan-2017 7:14 pm

Published
23-Jan-2017