আপনার রব জানেন যে আপনি আর আপনার সংগীরা
দাড়িয়ে থাকেন রাতের তিন ভাগের দুই ভাগ, অর্ধেক বা একভাগ।
আল্লাহ দিন-রাতকে ছোট বড় করেন।
উনি জানেন এভাবে আপনারা পারবেন না।
তাই সহজ করলেন:
এখন থেকে যতটুকু আপনার জন্য সহজ হয়, ততটুকু কোরআন পড়েন।
উনি জানেন,
আপনাদের মাঝে কেউ অসুস্থ হবে,
কেউ জীবিকার জন্য দুনিয়াতে ঘুরবে,
কেউ আল্লাহর জন্য যুদ্ধ করবে।
তাই যতটুকু সহজ ততটুকু পড়েন।
নামজ কায়েম করেন,
জাকাত দিন,
আল্লাহকে ভালো কিছু ঋন দিন।
যা কিছু ভালো নিজেদের জন্য পাঠাবেন,
আল্লাহ সেটা বাড়িয়ে দেবেন।
এটাই ভালো, তাতেই বেশি লাভ।
আর আল্লাহর কাছে মাফ চান।
উনি দয়ালু ক্ষমাশীল।
- সুরা মুজাম্মেল। শেষ আয়াত।