Post# 1484907603

20-Jan-2017 4:20 pm


মাজহাবগত পার্থক্য - ৮ : জুম্মা

মূল মতভেদ দুটো। প্রথমতঃ খুতবার সময়ে মসজিদে বসার আগে দুই রাকাত নামাজ পড়বে নাকি পড়বে না। এবং দ্বিতীয়তঃ খুতবা বাংলায় দেয়া যাবে কি না।


হানাফি: জুম্মার আগে ৪ রাকাত সুন্নাহ। এবং জুম্মার পরে আরো ৪ রাকাত।
সালাফি: আগে শুধু দাখিলুল মসজিদের দুই রাকাত। পরে ৪ রাকাত সুন্নাহ। অথবা বাসায় গিয়ে ২ রাকাত সু্ন্নাহ।


সালাফি: খুতবা চলাকালীন মসজিদে আসলে দুই রাকাত দুখুলুল মসজিদ পড়ে তার পর বসতে হবে।
হানাফি: ইমাম সাহেব খুতবা দেয়া কালিন কোনো নামাজ পড়া যাবে না। তখন মসজিদে আসলে সরাসরি বসে পড়তে হবে।


সালাফি: এ দেশে খুৎবাহ কিছু অংশ আবরীতে এবং কিছু অংশ বাংলায় দেয়া হয়।
হানাফি: খুৎবাহ সব সময় আরবীতে দেয়া হয়। অন্য কোনো ভাষায় দেয়া নিষেধ।


এর বাইরে প্রচলিত হলো:

সালাফি: ওয়াক্ত হবার পর ইমাম সাহেবে মিম্বরে উঠে যান। এর পর মুয়াজ্জিন আজান দেন। এবং খুতবা আরম্ভ হয়। খুতবা অপেক্ষাকৃত লম্বা হয় নসিহা মূলক কথাবার্তা খুতবাতেই বাংলায় বা আরবীতে বলা হয়।

হানাফি: দুই আজানের মাঝে ঘন্টা খানেক গ্যপ থাকে। এই সময়ে ইমাম সাহেব বাংলায় নসিহা করেন মুসুল্লিদের উদ্যেশ্য। এর পর আজান দিয়ে সংক্ষিপ্ত খুতবা আরবীতে।

#HabibDiff

    Comments:
  • নেটে খুজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলোর উপর অনেক লিখা হয়েছে।

    আমি এখানে শুধু মতের পার্থক্যগুলোকে নোট করছি।

20-Jan-2017 4:20 pm

Published
20-Jan-2017