Post# 1484816002

19-Jan-2017 2:53 pm


আরো কিছু প্রশ্নোত্তর:

"হানাফি সালাফি এগুলো কি ভাই?"

সহজ করে বললে,

সৌদি আরবের উলামাগন যেভাবে নামাজ রোজা এবং ইসলামের আইন কানুন শিখান, সেটা হলো সালাফি।

আর ঐ জিনিসগুলো ভারত-পাকিস্তান-বাংলাদেশের উলামাগন যেভাবে করতে বলেন সেটা হলো হানাফি।


"মুসলিমদের এই ভাবে ট্যগ দিয়ে দলে মতে ভাগ করছেন কেন? শুধু মুসলিম হিসাবে কি আমরা নিজেদের পরিচয় দিতে পারি না।"

ধর্মের দিক থেকে আমরা শুধু মুসলিম।
এই নামগুলো ধর্মের জন্য না। বরং ফিকাহ গত পার্থক্যের জন্য।


"কিন্তু এই ট্যগগুলো ব্যবহার না করলে আপনার সমস্যা কি? আপনি তো মুসলিমদের মাঝে দলাদলি করতে চাচ্ছেন।"

হুম সে ক্ষেত্রে আমাকে "সালাফিদেরর মতে তারাবীর নামাজ ৮ রাকাত আর হানাফিদের মতে ২০ রাকাত" এই কথা লিখার বদলে লিখতে হবে,

"মুসলিমদের মতে তারাবীর নামাজ ৮ রাকাত। এবং মুসলিমদের মতে তারাবীর নামাজ ২০ রাকাত।"

এর পরে লিখতে হবে,
"যে মুসলিমদের মতে তারাবীর নামাজ ৮ রাকাত তাদের মতে নামাজে রাফে ইয়াদাইন করতে হবে।"

এর পর,
"যে মুসলিমদের মতে তারাবীর নামাজ ৮ রাকাত এবং যারা রাফে ইয়াদাইন করে তাদের মতে ওজুতে কুলি করা ওয়াজিব"

এর পর লিখতে হবে,
"যে মুসলিমদের মতে ........ ৮ রাকাত.... ইয়াদাইন.... ওজুতে কুলি করা ওয়াজিব -- তাদের মতে হজ্জের সময়ে মিনায় অবস্থান করাও ওয়াজিব"

এর পর, ..... ... ....।

অর্থাৎ, কোনো সেটের নাম যদি আপনি না দেন তবে যখনই ঐ সেটের উল্লেখ করতে চাইবেন তখন সেই সেটের প্রতিটা মেমবারের নাম আপনাকে উল্লেখ করতে হবে noun এর substitution হিসাবে। এবং তাতে কথা unnecessarily লম্বা এবং কমপ্লেক্স হবে।


"সবার নাম উল্লেখ করার দরকার কি? যে কোনো সেটের ইউনিক একটা মেম্বরের নাম উল্লেখ করলেই তো ঐ সেট বুঝাবে।"

ঠিক, এই ভাবেই কিন্তু "হানাফি" নামটা এসেছে। আপনি ট্যগ দিলেন :V

    Comments:
  • (Y) //ভারত-পাকিস্তান-বাংলাদেশের উলামাগন যেভাবে করতে বলেন// এটাও কিন্তু ভুল।

19-Jan-2017 2:53 pm

Published
19-Jan-2017