Quotes:
১
হুজুর যখন বলোগ দিয়ে ইন্টারনেট চালাতে জানেন না, তখন আমরা হায় হায় করি। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন চাই।
পরে হুজুর যখন ফেসবুক চালান, এইচডি ভিডিওতে ওয়াজ রেকর্ড করেন অথবা হেলিকপ্টারে চড়েন, তখন আমরা বলি "কী???? হুজুর হয়ে...?"
- হুজুর হয়ে
২
মাহফিলে কখনো যদি জিজ্ঞেস করি কুরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত?
হাত এমনভাবে সবাই উঠায় যেন আসমান ছুঁয়ে ফেলবে! শুরু হয় গগনবিদারী শ্লোগান........!!
পরক্ষণেই যখন জিজ্ঞেস করি কুরআন তিলাওয়াত/ শেখার জন্য কাল থেকে প্রতিদিন আধাঘন্টা করে কে কে দিতে প্রস্তুত?
কবরের নীরবতা চেনেন!!?
- হাসান জামিল
৩
১০০ গ্রাম স্ট্যাটাসে ১০ কেজির কমেন্ট।
- আসিফ সিবগাত
- Comments:
- :-) (Y)