ফিতনা বাড়ছে
১
Like it, hate it, স্বিকার করি, অস্বিকার করি, চোখ বন্ধ করি বা যতই Think Positive করি না কেন। ফিতনা বাড়ছে।
শেষে এখন একে একে দেখছি উলামাকিরামগনকে সাইড নিতে।
হাসান জামিল সাহেব বললেন: "...তবুও সাফল হোক।" বুঝলাম সাইড নিয়েছেন।
আতিকউল্লাহ ভাই বললেন, "ভুল বুঝার পরে অন্ধের মত লেগে থাকা..." বুঝলাম সাইড নিয়েছেন।
ইজহারুল ইসলাম ভাই উনার পুরানো পোষ্ট রিপোষ্ট করলেন। বুঝলাম সাইড নিয়েছেন।
এখন চোখে পড়লো মাসিউল্লাহ ভাইয়ের পোষ্ট: "আপনি তো আপনার ভাষায় বলে যাবেন -' দাঈ কখনও গোমরাহ হয় না।' আপনি নিজেকে দাঈ ভেবে পুলকিত হবেন। নিজেকে হিদায়াতের উপর ভেবে প্রসন্ন হবেন। অথচ ইলমের বৃষ্টিতে না ভেজার কারনে..." - বাকিটা পড়ার দরকার নেই। বুঝলাম উনিও সাইড নিয়েছেন।
বিশেষ করে মসিউল্লাহ ভাইয়ের ব্যপারে চিন্তা করছিলাম উনি কি বলেন। ডাক্তার ছিলেন। সম্ভবতঃ তবলিগে গিয়ে উৎসাহিত হয়ে চট্রগ্রামে কোনো মাদ্রাসায় ভর্তি হন। এবং এখন আলেম। যতটুকু ধারনা করতে পেরেছি। সবসময় উনাকে ফলো করা হয় নি।
২
ফিতনার নিয়ম হলো দুই পক্ষই শক্তিশালি হবে। তাই এটাই শেষ না। পক্ষে বিপক্ষে আরো অনেক কিছু ঘটবে। মনে হবে এই বুঝি সমাধান হয়ে গেলো। এর পর আরো বড় হবে।
ফিতনার আরেক নিয়ম হলো: সর্বদা থাকবে না। আসবে যাবে। বৃষ্টির ফোটার মত।
কিন্তু এই শেষ যুগের শেষ ফিতনা চলতে থাকেব বলে হাদিসে আছে যতক্ষন না ... ... ...
৩
আমরা একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। একসময় অনেক প্রেডিকশন লিখতাম কারন তখনো ছিলো সব "ধারনা", "হতে পারে", "দেখি কার কথা ঠিক হয়" কম্পিটিশন।
সেই সময় শেষ।
এখন অপেক্ষা।
নিজ চোখে দেখার।