Post# 1484494694

15-Jan-2017 9:38 pm


একটা হাদিস প্রচলিত আছে। অনেকবার শুনেছি। সংক্ষেপে বলছি, নিচে পূর্ন হাদিসের লিংক দেয়া আছে।

রাসুলুল্লাহ ﷺ একদিন বলেছে "এখন একজন লোক আসবে যে জান্নাতি" এর পর এক লোক আসে। একজন সাহাবী উনার সাথে তিন দিন থেকে, উনি কি আমল করেন সেটা জানার চেষ্টা করেন। কিন্তু কিছু বের করতে পারেন না।

শেষে ঐ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে উনি জবাব দিলেন, "আমি বিশেষ কোনো আমলে করি না। শুধু আমি..."

এর পর কি বলেছিলেন সেটা একেক জনের কাছে একেক রকম শুনেছি। যদিও এর আগের কথা সবসময় সবাই এক বলে।

যেমন,
"আমি যখন রাতে ঘুমাতে যাই তখন সবাইকে মাফ করে দেই"
"আমি পাওনাদারদের মাফ করে দেই"
"আমি মানুষের উপর কোনো দাবি রাখি না।"
এই রকম।

অথচ এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কোনো অস্পষ্টতা রাখা যাবে না।

তাই আজকে খুজলাম মূল হাদিসটা। পেলাম আরবীতে উনি বলেছিলেন এই কথা...

ما هو إلا ما رأيتَ غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غِشًّا، ولا أحسد أحداً على خير أعطاه الله إياه

অনুবাদ,
তুমি যা দেখেছো তার থেকে বেশি কোনো আমল আমি করি না।
শুধু আমি আমার অন্তরে কোনো একজন মুসলিমকে প্রতারনার [غِشًّا] কোনো ইচ্ছা রাখি না।
এবং কোনো মুসলিমকে আল্লাহ তায়ালা যে ভালো জিনিস দিয়েছেন, তার জন্য তার উপর কোনো হিংসা [حسد] রাখিনা।

মূল আরবী হাদিস
https://saaid.net/gesah/454.htm
পূর্ন হাদিসের বাংলা অনুবাদ
https://www.facebook.com/91miracle/posts/10207726340218332

    Comments:
  • মসনদে আহমেদ। এখানে আছে এর ভেরিফিকেশন।
    https://islamqa.info/ar/147249

15-Jan-2017 9:38 pm

Published
15-Jan-2017