Post# 1484442437

15-Jan-2017 7:07 am


বিভিন্ন প্রশ্ন যেগুলো আগে পেয়েছি সেগুলোর উত্তর আজকে দেবো ইনশাল্লাহ।

এক ভাই বলেছেন দাড়ি নিয়ে মাজহাবগত পার্থক্যগুলো লিখতে। Follows.


সালাফি: দাড়ি রাখা ফরজ।
হানাফি: ওয়াজিব।


হানাফি: লম্বা করা উত্তম। তবে এক মুষ্ঠি রেখে বাকিটা কাটা যায়। নাভি থেকে আরো নিচ পর্যন্ত লম্বা করা মাকরুহ। নাভির নিচে যতটুকু আছে কেটে ফেলতে হবে।

সালাফি: লম্বা করে ছেড়ে দিতে হবে। কাটা যাবে না। হানাফিদের মত এক মুষ্ঠি রেখে বাকিটা কাটার অনুমতি নেই। বা নাভির নিচে বড় হয়ে গেলে মাকরুহ হবে সেরকম কথা পাই নি।


প্রসংগক্রমে, সালাফিদের ফতোয়া হলো মেয়েদের চুল কাটা নিষেধ। বরং এটা লম্বা করে ছেড়ে দিতে হবে। ৯০ দশকে এই ফতোয়া ছিলো। এখন পরিবর্তিত হয়েছে কিনা জানি না। এক সময়ে গিনিস বুকস-এ সবচেয়ে লম্বা চুলের রেকর্ড ছিলো সৌদি এক মহিলার।

হানাফিতে: মেয়েদের চুল কাটার উপর নিষেধ নেই। তবে ছেলেদের মত ছোট করা যাবে না, কারন তাতে দেখতে ছেলেদের মত মনে হবে, যেটা নিষেধ।

15-Jan-2017 7:07 am

Published
15-Jan-2017