১
বর্তমান সরকারের দিকে তাকালে বাদশাহ আকবরের কথা মনে হয়। ইসলাম আছে। তর্ক করে ঐ পক্ষকে বুঝাতে পারবেন না সে ইসলাম বিরোধি। কিন্তু ইসলাম আর হিন্দু ধর্ম মিলিয়ে এক নতুন ধর্ম প্রেজেন্ট করা হচ্ছে যেটা "একক ইসলামের" থেকে ভালো। যেহেতু এতে সব আছে। আকবর বাবাজিও এই কথা বলতো।
২
বর্তমানে বিশ্বের দিকে তাকালে spanish inquisition কথা মনে হয়। দিকে দিকে বুরকা ব্যনের খবর প্রতি সপ্তাহে। আজকের খবর মেয়েকে ছেলেদের সাথে সাতার শিখতে হবে for the sake of social integrity. Inquisition ওয়ালারা ঐ একই কথা বলতো।
৩
মনে হয় বেহায়াপনার একটা half-life আছে। আগে ২০ বছরে মানুষ আল্লাহর নিয়ন্ত্রনকে ছেড়ে দিয়ে নিজের ভালো লাগার উপর ভিত্তি করে যে পরিমান মুক্তি আনতো। সে পরিমান মুক্তি এর পর তারা আনলো ১০ বছরে। এর পর ৫ বছরে। এর পর প্রতি ২ বছরে। এখন প্রতি বছর।
- Comments:
- ইউরোপে।