Post# 1483956119

9-Jan-2017 4:01 pm


মডারেট, সেকুলার আর ফান্ডামেন্টলিস্ট:

মডারেট:
"মধ্যপন্থি"। ছোট দাড়ি থাকে। ওয়েষ্টার্ন পোষাক পড়ে। নিয়মিত নামাজ পড়ে।

সেকুলার:
"ধর্মনিরপেক্ষ"। ক্লিন শেইভড। প্রকাশ্যে ইসলাম দেখলে বিরক্ত হয়। নামাজ গোপন বিষয় মনে করে। তাই পড়ে কিনা এটা সরাসরি কখনো স্বিকার বা অস্বিকারও করে না।

ফান্ডামেন্টলিস্ট:
"মৌলবাদী"। লম্বা দাড়ি থাকে। এবং প্রচলিত ইসলামি পোষাক পড়ে।

নিজেকে আমি কখনো সেকুলার পরিচয় দেই না। কিন্তু ফান্ডামেন্টলিস্টদের কাছে নিজেকে মডারেট পরিচয় দেই। আবার মডারেটদের কাছে নিজেকে ফান্ডামেন্টলিষ্ট হিসাবে পরিচয় দেই।

মডারেট পরিচয় দিতে আমি ইত্বস্ততঃ বোধ করি না। রাসুলুল্লাহ ﷺ আমাদের মধ্যপন্থায় চলতে বলে দিয়ে গিয়েছেন।

নিজেকে ফান্ডামেন্টলিস্ট পরিচয় দিতেও কোনো ইত্বস্ততঃ নেই। মূল হলো আল্লাহ আর ইসলামকে আমি মূল ধরি যেহেতু। এবং এথিকস, মানবতা, সাম্য এগুলোকে মূল ধরে কিছু ডিডাক্ট করি না যেহেতু।

9-Jan-2017 4:01 pm

Published
9-Jan-2017