১
এক ধর্মে, ট্যক্স ভেট আদায়কারীদের ব্যপারে ফতোয়া।
https://islamqa.info/en/42563
https://islamqa.info/en/130920
https://islamqa.info/en/25758
সংক্ষেপে:
২
অন্য ধর্মে, ফেসবুক পোষ্ট:
বসুন্ধরা সিটিতে গিয়ে আমি দেখি ভ্যট চালান দেয় না। ফোন করলাম আমার বন্ধু ট্যক্স অফিসারকে। সে এসে ৫০ হাজার টাকা জরিমানা করলো, এর ২৫% আমি পাবো। হা হা হা। বিশাল সোয়াবের কাজ করেছি। হিরো 8-) (Y) আপনারাও করুন।
৩
ধর্মে পার্থক্যগুলো এজন্য জানা জরুরী। এক ধর্মে যেটা সোয়াবের কাজ, সেটা অন্য ধর্মে অনন্তকালের জন্য জান্নাত থেকে বঞ্চিত হবার কারন।
- Comments:
- সরকার দাবি করলে দিতে হবে। দিলে গুনাহ হবে না। সব গুনাহ যারা আদায়ের সাথে জড়িত তাদের উপর।
- //Vai have u written this status based on proper knowledge?// <-- do you propose that I delete my summary and keep only the links to the fatwa? Sanjida Mahmud
- Boss, একই। নেটে সার্চ করলে পাবেন। Md. Erfanul Hoque
- You can search the net, for more fatwa on this matter.
- চান্দাবাজদের দৈনিক ৪০০ টাকা চান্দা না দিলে এক জায়গায় কেউ ব্যবসা করতে পারে না। একজন ফাকি দিয়ে চান্দা না দিয়ে মাল বিক্রি করছিলো। আপনি ধরিয়ে দিলেন। চান্দাবাজ খুশি হয়ে আপনাকে ২৫% দিলো। ক্ষতি কি? Ashraful Alam
- ৫০% ভ্যট যদি তারা ফাকি দেয়। তবে এর কিছু তারা রাখে cost against risk factor হিসাবে। বাকি প্রফিটের বিপরিতে তারা খাবারের দাম কম করে ধরে।
সব ব্যবসায়ী যদি ১০০% হিসাব করে ট্যক্স পরিশোধ করতো তবে দেশের সব কিছুর দাম দ্বিগুন করে হতো।