আলী রা: কে যে হত্যা করে সে আল্লাহর কাছে সোয়াবের আশা করেছিলো।
১
হত্যার পরিকল্পনা করার পর সে ৪০ দিন পর্যন্ত রোজা রাখে। ইফতারির সময়ে তার তলোয়ার সামনে নিয়ে দোয়া করে হে আল্লাহ, আমাকে এই তলোয়ার দিয়ে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করার তৌফিক দিন।
ঐ তলোয়ার দিয়ে সে আলী রা: কে হত্যা করার পরে ঐ তলোয়ার দিয়ে তাকেও হত্যা করা হয়। আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করেছিলেন।
জাহান্নামে সবচেয়ে বেশি আযাব যারা পাবে তাদের দুজন হলো সালেহ আ: কওমের উটকে হত্যা কারী, আর আলী রা: এর হত্যা কারী। এই শেষ কথাটা শুনেছি, দলিল চেক করি নি।
২
মৃত্যদন্ডের সময়ে সে বলে, আমার হাত পা সব কাটো কিন্তু আমার জিহ্বা কেটো না। কারন এটা দিয়ে আমি সবসময় আল্লাহর জিকির করি। কখনো বন্ধ করি না।
৩
সে ছিলো ঐ যুগের খাওয়ারিজদের একজন।
আমার কোনো আমল আমার জান্নাতের নিশ্চয়তা না।
- Comments:
- আল্লাহর হুকুম মত শাসন করছে না, তাই কাফির। Sayed Tanzid
- আল বিদায়া ওয়ান্নিহায়া, বাংলা অনুবাদ নেটে আছে। এখানেও পাবেন OCR করা। ভুলের জন্য পড়তে সমস্যা হলে "ঠিক করুন" এ ক্লিক করলে অরিজিনাল পেইজের স্ক্যন পড়তে পারবেন।
https://habibur.com/kitab/bidaya1/