Post# 1483633022

5-Jan-2017 10:17 pm


অনেকে আমার কোনো টপিকের উপর লিখা দেখলে বড় ভাইদের ট্যগ করে ডাক দেন। এটা কেন পছন্দ করি না সেটার উপর কিছু ব্যখ্যা।


প্রথম কথা হলো বড় ভাইয়েরা কোনো আলেম না। "এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখাতে পারে না" -- তাদের কোটেশন। এটা তাদের উপরও প্রযোজ্য।


দ্বিতীয় কথা হলো, এরা পোষ্টে এসে কথা আরম্ভ করে একটা গালি দিয়ে, "আপনি কিছু জানেন না, বরং আমি জানি অনেক..."

এর পর আর কথা চালানোর স্কোপ থাকে না। শুধু মাথা নত করে তার কথা মেনে নেবার রাস্তা খুলা থাকে। ১ নং পয়েন্ট দ্রষ্টব্য সেটা কেন সম্ভব না।


এর পরও যদি আমি এবং প্রতিপক্ষ নিজ নিজ বিদ্যার বহর দেখানোর মল্লযুদ্ধে নামি। তবে আশে পাশে থেকে তামাশা দেখতে অনেক মানুষ জমে যাবে। যেমন মসজিদে ইমাম খেদানোর সময় বেনামাজিরাও এসে জুটে। এসবের মাঝে দাড়িয়ে দু ঘন্টা ধরে চিৎকার করার কোনো মানে আমি দেখি না।

এর সহজ সমাধান হলো, কেউ বড় ভাইদের ট্যগ করা মাত্র, সে যে কয়জনকে ট্যগ করেছে, তার লিস্ট থেকে তাদের প্রত্যেককে ধরে ধরে ব্লক করে দেয়া। প্রবলেম সলভড।

কন্সট্রাকটিভ ডিবেটে আমার অপত্তি নেই। কিন্তু এর জন্য মিউচুয়েল রেসপেক্ট থাকতে হয়। একটা নির্দিষ্ট বয়সে পৌছার আগে ছেলে পেলেদের মাঝে এটা আসে না। এবং ফেসবুকের বড় ভাইদের যে বয়স তার থেকে এই বয়সটা আরো অনেক বেশি।

ইয়ং ছেলেপেলেদের মাঝে এটা থাকে না।
থাকবে, এটা কেউ আশাও করে না।

আশা করি বুঝতে পারছেন :-)

5-Jan-2017 10:17 pm

Published
5-Jan-2017