Post# 1483603835

5-Jan-2017 2:10 pm


বিদেশীদের আরবী শেখার জন্য সৌদি আরবে ব্যবহার করে "আল-আরাবিয়া লিন নাশিয়িন" বইটা। কিনতে পাওয়া যায় না, কারন এটা ফ্রি তে ডিসট্রিবিউট করার জন্য শুধু। তবে খুজলে নেটে ডাউনলোড করার লিংক পাবেন।

বাংলাদেশে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ বছর আরবী কোর্সে করেছে এমন একজনের সাথে কথা হয়েছিলো। সেও বললো এটা তাদের মূল পাঠ্য বই।

এর কোনো আরবী-ইংরেজি ভার্শন নেই। শুধু আরবী-আরবী। টিচার্স গাইড আছে সেপারেট। ছয় খন্ডের বই।

ইন্টারমিডিয়েটের পর এটা পড়েছিলাম। সম্ভবতঃ ৪ খন্ড পর্যন্ত। নিজে নিজে। কোনো কোর্সে না। ইফার লাইব্রেরিতে।

এর প্রথম পৃষ্ঠা। পড়ে দেখতে পারেন কতটুকু বুঝেন।

#HabibArabic

    Comments:
  • Excellent! ২য় খন্ডের প্রথম পৃষ্ঠা দিচ্ছি। এটা দেখেন কতটুকু বুঝেন। এটা বুঝলে আর প্রথম খন্ড পড়া লাগবে না।

    - roger

  • ৩য় খন্ডের প্রথম পৃষ্ঠা। এটা পারলে প্রথম দুই খন্ড স্কিপ করে যেতে পারেন।

    - good morning.

  • ৪র্থ খন্ড দিচ্ছি।
  • ৪র্থ খন্ড। বেশ এডভান্সড।

    - ___
    ছেলে: এই ছুটির সপ্তাহে কোথায় যাব আব্বা?
    বাপ: সমূদ্র তীরে। তোমার মত কি?
    ছেলে: সুন্দর প্লেন। এবং সমুদ্র এখন শান্ত আছে।

  • ৫ম খন্ডের প্রথম পৃষ্ঠা

    - ৬ ষ্ঠ খন্ড, এটাই শেষ খন্ড

    - শেষ খন্ডের শেষ চ্যপ্টার। এটা পারলে এই বইগুলো পড়ার দরকার নেই। আপনি পারেন।

5-Jan-2017 2:10 pm

Published
5-Jan-2017