"বাবা ভাঙ্গার ভবিষ্যৎবানি আপনি পোষ্ট করেন কিভাবে? এগুলো বিশ্বাস করলে যে ঈমান থাকবে না সেটা জানেন না?"
না মানে, ভালো মন্দ দুটোকেই আমি তুলে ধরি স্টেটাসে। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা অনেক সময় এক্সপ্লিসিটলি না বলে। ধরে নেই যে পাঠকরা বেসিক জিনিসগুলো জানে। এবং বেকগ্রাউন্ড কথাগুলো কেটে দিলে, মূল বিষয়ে তারা ফোকাস করতে পারবে।
"বুঝতে পারছি ইন্টিলেকচুয়ালগিরি ফলাচ্ছেন। মাথা ঠান্ডা করে জিজ্ঞাসা করছি, ঐখানে মূল বিষয় আবার কি ছিলো?"
তিন জন তিনটা ভবিষ্যতবানী করেছিলো। কোনোটাই ফলে নি। তার পরও তিনজনের কথায় পার্থক্য আছে। একজন মিথ্যাবাদী, তার কথা বিশ্বাস করা কুফরি। অন্য দুজনের কথা বিশ্বাস করা কুফরি না। যদিও তাদের কথা মিলে নি। কারন তাদের কথার উৎস ছিলো হাদিসের ব্যখ্যা এবং স্বপ্ন।
"কিন্তু পাবলিক তো এত সব বুঝবে না। তারা এটা পড়ে বিভ্রান্ত হবে। মনে করবে ভবিষ্যতবানী বিশ্বাস করা জায়েজ।"
তবে কি করতে বলছেন?
"স্টেটাসেই এগুলো বলে দিতে হবে।"
মানে সংক্ষেপে লিখি দেখে অনেকে বুঝে না। স্কিপ করে চলে যায়। ব্যখ্যা দেয়া আরম্ভ করলে আরো অনেকে পড়া আরম্ভ করবে। তারা রেফারেন্স সহ লম্বা লিখা দেখে মনে করবে এগুলো অথেনটিক লিখা। হয়তো কোনো আলেম লিখেছে। আরো বেশি মানুষ বিভ্রান্ত হবে। এর উপর আবার অন্য পাবলিক দোষ দেবে আমি ফতোয়া দিচ্ছি -- এই দাবি করে।
"তাহলে এই সব না লিখলে হয় না?"
কি লিখবো তাহলে?
"কিছুই লিখার দরকার নেই। আপনি বরং ফেসবুক থেকে চলে যান।...
- Comments:
- PIA এর ফ্লাইট কি চালু হয়েছে? বন্ধ হয়ে গিয়েছিলো কয়েক বছর আগে।
- কবি এখানে নিরব।