Post# 1483490767

4-Jan-2017 6:46 am


মাজহাব গত পার্থক্য - ৫

বেতের:
সালাফি: দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে। এর পর এক রাকাত আলাদা পড়া। কুনুত এবং অন্যান্য দোয়া শেষ রাকাতের রুকুর পর কিন্তু সিজদার আগে দাড়িয়ে পড়া হয়। দুই হাত তুলে।

হানাফি: এক সাথে তিন রাকাত। কুনুত পড়া হয় রুকুর আগে। এবং তিলওয়াত আর কুনুতের মাঝে তকবির বলে আবার হাত বাধা হয়।


মেয়েদের নামাজ:
সালাফি: কোনো পার্থক্য নেই। ছেলেদের মত।
হানাফি: পার্থক্য আছে। তকবির বলার সময় হাত কাধ পর্যন্ত তুলবে। সিজদা দেবার সময় শরির মাটি থেকে উপরে তুলবে না। এধরনের বেশ কয়েকটা পার্থক্য আছে।


রমজানে তারাবি:
সালাফি: ৮ রাকাত। এটাকে মূলতঃ তাহাজ্জুদের নামাজ ধরা হয়।
হানাফি: ২০ রাকাত। তাহাজ্জুদ আর তারাবী ভিন্ন নামাজ ধরা হয়।

#HabibDiff

4-Jan-2017 6:46 am

Published
4-Jan-2017