মাজহাব গত পার্থক্য - ৪
১
নামাজে সুরা ফাতিহা
সালাফি: প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়তে হবে। মুক্তাদি যারা ইমামের পেছনে নামাজ পড়ছেন তাদেরকেও পড়তে হবে। ইমাম জোরে কিরাত পড়ুক বা আস্তে। জোরে পড়ার ক্ষেত্রে:
- ইমাম সাহেব সুরা ফাতিহা শেষ করে কিছুক্ষন বিরতি দেবেন। পরবর্তি সুরা আরম্ভ করার আগে। এই সময়ে মুক্তাদিরা সুরা ফাতিহা পড়ে নেবে। ৯০ এর দশকে এটা বেশি দেখা যেতো। এখন কমে এসেছে।
- অথবা ইমাম যখন সুরা ফাতিহা শেষ করে অন্য সুরা আরম্ভ করে, তখন মুক্তাদিরা সুরা ফাতিহা পড়ে নেবে। ইমামের কিরাতের সময়।
- অথবা ইমাম যখন সুরা ফাতিহার প্রতি আয়াত পড়ার পর পর থামবে। তখন মুক্তাদিরা ঐ আয়াত পড়ে নেবে। ইমামের সাথে সাথে।
হানাফি: ইমামের পেছনে মুক্তাদিরা সুরা ফাতিহা পড়বে না। ইমাম জোরে পড়ুক বা আস্তে। অধিকিন্তু ৪ রাকাত ফরজ নামাজগুলোর ৩য় ও ৪র্থ রাকাতে সুরা ফাতিহা পড়া ওয়াজিব না। ঐচ্ছিক। অনেক ইমাম ঐ দুই রাকাতে তিন বার সুবহানাল্লাহ পড়ে রুকুতে চলে যান। সুরা ফাতিহা না পড়ে।
২
নামাজে হাত বাধা
হানাফি: নাভির কাছে।
সালাফি: বুকের কাছে।
৩
রাফে ইয়াদাইন
রুকু এবং সিজদার পূর্বে আল্লাহু আকবার বলার সময় দুই হাত আবার কানের কাছে তোলা
হানাফি: করবে না।
সালাফি: করবে।
#HabibDiff
- Comments:
- জাজাকাল্লাহ। ঠিক করে দিচ্ছি।
- "সর্বত্র বিরাজমান" এটা কি হানাফি মাজহাবের আলেমদের মত? ছোটকালে আমাদের যেমন শিখানো হয়েছিলো?
- আজকের ভুমিকম্পে সিলেটের কিছু জায়গায় মাঠি ফেটে যাবার ছবি ফেসবুকে আসছে। ভারতে একজন মারা গিয়েছেন চার জন আহত।
-
- হাম্বলি ফিকাহর উপর নেটে ভালো কোনো রিসোর্স নেই। আর আমি যে সকল আলেমদের থেকে সরাসরি শুনে জেনেছি তারা সকলেই ছিলেন হানাফি অথবা সালাফি।
তবে ডকুমেন্ট করে দিলে বাকিটা অন্যরা পূর্ন করতে পারবে ইনশাল্লাহ যারা আমার থেকে ভালো জানে। - আল্লাহ তায়ালাও যেন আপনাকে ভালোবাসেন।