Post# 1483457258

3-Jan-2017 9:27 pm


মাজহাব গত পার্থক্য - ৪
নামাজে সুরা ফাতিহা

সালাফি: প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে নামাজ পড়লেও। ইমাম জোরে কিরাত পড়লেও। সে ক্ষেত্রে

- ইমাম সাহেব সুরা ফাতিহা শেষ করে কিছুক্ষন বিরতি দিন সুরা আরম্ভ করার আগে। এই সময়ে মুক্তাদিরা সুরা ফাতিহা পড়ে নেয়। ৯০ এর দশকে এটা বেশি দেখা যেতো। এখন এটা কমে এসেছে।

- অথবা ইমাম যখন অন্য সুরা পড়া আরম্ভ করবে তখন মুক্তাদিরা সুরা ফাতিহা পড়বে।

- অথবা ইমাম যখন সুরা ফাতিহার প্রতি আয়াত পড়ার পর থামবে তখন মুক্তাদিরা সুরা ফাতিহা পড়বে।

হানাফি: ইমামের পেছনে সুরা ফাতিহা পড়বে না। ইমাম জোরে পড়ুক বা আস্তে। প্লাস ৪ রাকাত ফরজ নামাজের ৩য় ও ৪র্থ রাকাতে সুরা ফাতিহা পড়া ওয়াজিব না। ঐচ্ছিক। অনেক ইমাম ঐ দুই রাকাতে তিন বার সুবহানাল্লাহ পরিমান দাড়িয়ে থেকে রুকুতে চলে যান।

3-Jan-2017 9:27 pm

Published
3-Jan-2017