Post# 1483434166

3-Jan-2017 3:02 pm


মাজহাবগত পার্থক্য - ৩


মোজার উপর মসেহ
সালাফি: ওজু করার সময় সুতি বা নায়লনের প্রচলিত মুজা পড়া থাকলে এর উপর দিয়ে মসেহ জায়েজ। অর্থাৎ না খুলে এর উপর ভেজা হাত দিয়ে মুছে দিলে ওজু হয়ে যাবে।

হানাফি: এটা শুধু মাত্র চামড়ার তৈরি মুজার উপর দিয়ে করলে হবে। প্রচলিত সুতি-নায়লনের মুজার উপর দিয়ে করলে ওজু হবে না।


নামাজে কোরআন শরিফ দেখে দেখে পড়া
সালাফি: নফল সুন্নাহ নামাজে জায়েজ।
হানাফি: করা যাবে না। নামাজ ভেঙ্গে যাবে।


সিজদায়ে সহু
নামাজে ভুল হয়ে গেলে শেষ বৈঠকে যে দুটি সিজদা অতিরিক্ত করতে হয়
সালাফি: সব কিছু পড়া শেষে, দুই দিকে সালাম ফিরানো আগে, দুই সিজদা করবে এর পর দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। সহু সিজদার আগে এক দিকে সালাম ফিরানো নেই।

হানাফি: আত্তাহিয়াতু পড়ে এক দিকে সালাম ফিরিয়ে দুই সিজদা করবে। এর পর আবার আত্তাহিয়াতু সহ সব কিছু পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

#HabibDiff

3-Jan-2017 3:02 pm

Published
3-Jan-2017