Post# 1483430016

3-Jan-2017 1:53 pm


সালাফি ও হানাফি আলেমদের মতে কিছু পার্থক্য:

জয়িফ-মওজু হাদিস:

জয়িফ মানে দুর্বল বর্ননার হাদিস।
মওজু মানে মিথ্যা বর্ননার হাদিস।

সালাফি আলেমদের মত: জয়িফ আর মওজু হাদিস দুটোই সমান ভাবে পরিত্যজ্য।
হানাফি আলেমদের মত: দুটো সমান না। মওজু হাদিস পরিত্যজ্য। কিন্তু জয়িফ হাদিস শরিয়া হুকুম ছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে গ্রহন যোগ্য।


শরিয়তের উৎস:
হানাফি মতে চারটি: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস।
সালাফি মতে দুটি: কোরআন ও হাদিস।


রেফারেন্স:
ফতোয়া দেবার সময় কোরআন হাদিস ছাড়াও,
হানাফিগন এই বইগুলোকে রেফারেন্স হিসাবে দেন:
আল হিদায়া
আল মুখতাসারুল কুদুরি,
ফতোয়ায়ে শামি,
ফতোয়ায়ে আলমগিরি
ফতোয়ায়ে হিন্দ।

সালাফিগন এই সকল আলেমদের উক্তি ব্যবহার করেন:
শায়েখ আলবানি
শায়েখ উথাইমিন
শায়েখ ইবনে বাজ
শায়েখ তাইমিয়া।

রাহিমাহুমুল্লাহ।

#HabibDiff

3-Jan-2017 1:53 pm

Published
3-Jan-2017