সালাফি ও হানাফি আলেমদের মতে কিছু পার্থক্য:
১
জয়িফ-মওজু হাদিস:
জয়িফ মানে দুর্বল বর্ননার হাদিস।
মওজু মানে বাতিল বা মিথ্যা বর্ননার হাদিস।
সালাফি আলেমদের মত: জয়িফ আর মওজু হাদিস দুটোই সমান ভাবে পরিত্যজ্য।
হানাফি আলেমদের মত: দুটো সমান না। মওজু হাদিস পরিত্যজ্য। কিন্তু জয়িফ হাদিস শরিয়া হুকুম ছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে গ্রহন যোগ্য।
২
ইজতিহাদ:
কোরআন হাদিস খুজে নিজে নিজে ইসলামি আইন বের করা।
হানাফি আলেমগন কোরআন হাদিস খুজে নতুন ইসলামি আইন বের করেন না। বরং পূর্ববর্তি আলেমগন যারা এই কাজ করে গিয়ৈছেন তাদের কাজকে যথেষ্ট মনে করেন। এবং এর উপর ইজমা এবং কিয়াস দ্বারা নতুন সমস্যার সমাধান করেন।
ইজমা মানে ঐক্যমত।
কিয়াস মানে সাদৃশ্য।
সালাফি আলেমগন বরং কোরআন হাদিস থেকে হুকুম বের করাকে পছন্দনীয় মনে করেন।
৩
দলিল:
এই উপমহাদেশের হানাফি আলেমগন দলিল হিসাবে ফিকাহর এই বই গুলো ব্যবহার করেন: হিদায়া,