সালাফি ও হাম্বলি মতে পার্থক্য:
মাসলা মাসায়েলের দিক থেকে সালাফি হাম্বলি মত প্রায় একই।
তেমন কোনো পার্থক্য খুজে পাই নি।
তিনটা পার্থক্য যেগুলো পেয়েছি:
১
আশারি-মাতুরিদি:
আল্লাহ তায়ালা ফিজিক্যলি কোথায় আছেন এর উপর আলেমদের দুটো মত আছে।
১। আথারি মত: আল্লাহ তায়ালা শুধু মাত্র উনার আরশের উপর আছেন, এবং আরশের বাইরে অন্য কোথাও নেই।
২। আশারি-মাতুরিদি মত: আল্লাহ তায়ালা নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করেন না।
হাম্বলিরা ১ নং মতের অনুসারি। কিন্তু ২ নং মতের অনুসারিদের আহলে সুন্নাহর অংশ মনে করে। তাই তাদের কাফের বলে না।
সালাফিরা ১ নং মতের অনুসারি। কিন্তু হাম্বলিদের সাথে পার্থক্য হলো তারা ২ নং মতের অনুসারিদের কাফের মনে করে।
এবং হানাফিরা ২ নং মতের অনুসারী। তাই সালাফি আলেমদের মতে প্রায় সকল হানাফি আলেমগন কুফর আকিদা পোষন করেন। শায়েখ মতিউর রহমান মাদানী দা: বা: এর লেকচারে এর রেফারেন্স পাওয়া যায়। এটাকে তারা বলে "ওয়াহদাতুল উজুদ" আকিদা।
২
তকলিদ:
অন্ধ ভাবে কোনো মাজহাব অনুসরন করা জায়েজ কিনা?
এ ব্যপারে সালাফি মত হলো: জায়েজ না।
হাম্বলি মত হলো: জায়েজ। অন্যান্য মাজহাবের আলেমদের মতেও জায়েজ।
৩
তাসাউফ:
সালাফিদের মতে তাসাউফ সংক্রান্ত সবকিছু হলো বিদআহ এবং পথভ্রষ্টতা।
হাম্বলিরা তাসাউফকে বিদাআহ মনে করে না। হানাফিরাও করে না।
মূলতঃ এই তিনটি।
#HabibDiff