Post# 1483252734

1-Jan-2017 12:38 pm



এক লোক রাতে লম্বা সময় তাহাজ্জুদ পড়ে। এক সময় তার মনে হতে আরম্ভ করলো: এই লোকগুলো যারা সারা রাত ঘুমিয়ে কাটায় তারা এত গাফেল কেন?

আম-পাবলিক বুঝে না বুঝলাম, কিন্তু আলেম উলামা? এদের তাহাজ্জুদের নামাজ না পড়ার পেছনে কোনো যুক্তিই আসে না। শুধু এই কারন ছাড়া যে তাদের মাঝে ঐ রকম ঈমান নেই।


এক লোক বস্তিতে বস্তিতে গিয়ে গরিব লোকদের দান করে। এক সময় মনে হতে থাকে এই যে ঘরে ঘরে মানুষ আনন্দ ফুর্তি করছে, তাদের কোনো দরদ নেই ঐ লোকদের প্রতি যারা না খেয়ে আছে।

এই শীতের রাতে যারা লেপের নিচে ঘুমাচ্ছে, তাদের দরদ নেই ঐ লোকদের প্রতি যারা এখন শীতে কষ্ট করছে।

এরা আছে নিজেদের স্বার্থে, এরা বিভ্রান্ত, পাপী।


একটা হাদিসে উল্লেখ করা আছে ভবিষ্যতের এক লোকের কথা যে কোরআন পড়তে পড়তে এত উপরে উঠে যাবে যে সে এক পর্যায়ে তলোয়ার নিয়ে তার প্রতিবেশির উপর আক্রমন করে বসবে। প্রতিবেশিদের কাফের ধারনা করে। কারন তার দৃষ্টিতে যারা তার মত এত সঠিক না তারা কাফের।

আল্লাহ তায়ালা আমাদের সৎ পথে রাখুন।

    Comments:
  • যে অল্প রিজিকের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তার অল্প আমলের উপর রাজি থাকে।
  • ফরজ বা হারাম কাজের জন্য আদেশ-নিষেধ করলে ক্ষতি নেই। নিজ পরিবারের উপর নফল মুস্তাহাব মাকরুহ নিয়েও বলা যায়।

    কিন্তু নফল, মুস্তাহাব, সুন্নাহ, আদব বা সন্দেহ জনক বিষয় -- এইসব নিয়ে এর বাইরে অন্যকে দোষারোপ করতে থাকলে বুঝতে হবে আমি একটা সীমা ছাড়িয়েছি। Eva Chowdhury

1-Jan-2017 12:38 pm

Published
1-Jan-2017