Post# 1483233002

1-Jan-2017 7:10 am



"Thank you 2016 আবার কি? আল্লার শুকরিয়া আদায় করতে পারেন না?"

না মানে একটা হাদিসে আছে তোমরা যুগ-কাল-সময় কে গালি দিও না। কারন আল্লাহ তায়ালাই হলেন যুগ-কাল-সময়। তাই সময়কে ধন্যবাদ দিলে অল্লাহকে দেয়া হবে ধারনা করেছিলাম।

"ধারনা করছিলাম মানে? ধারনা করা যে হারাম জানেন না? আর এখন ফতোয়া দেয়া আরম্ভ করেছেন? আপনে বলে ফতোয়া দেন না? "

হুম। কিছু বললেও বিপদ, না বললেও বিপদ। কি করি?

"আপনি বরং ফেসবুক থেকে চলে যান। আর কত মানুষকে বিপথগামী করবেন?"

দুঃখিত। যে আপনাকে বিপথগামী করেছি। কালকে থেকে আর করবো না ইনশাল্লাহ।

ক্ষমা চেয়ে নেবার পরদিন থেকে সে ব্লকড। যেন আমার পোষ্ট পড়ে বিপথগামী না হয়। :-)


"এত যে ব্লক ব্লক করেন। ব্লক করা জায়েজ কিনা জানেন?"

কেন?

"কোনো মুমিন ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বলা বন্ধ করা নিষেধ। আর আপনি কথায় কথায় পারমানেন্ট ব্লকড।"

উম, মানে আমি..

"সবাইকে ব্লক করে দিলে এই রকম আমি আমি করে একা একা পোষ্ট দিতে হবে। আর কেউ পড়বে না।"

তাতে সমস্যা ...?

"যে মুসলিম একা একা থাকে তার থেকে ভালো হলো সে মুসলিম যে মানুষের সাথে থাকে এবং তাদের দেয়া কষ্ট সহ্য করে যায়। জানেন না?"

ভাবিয়ে তুললো।


সব ছেড়ে দিলে ১ নং এর অবস্থা হপে।
আবার সব ব্লক করলে ২ নং।

এর সমাধান কি ফ্রান্স?

// ইহা একটি hyperbole মূলক পোষ্ট।

    Comments:
  • ইংলিশ মিডিয়ামের কিছু ছেলে পেলেদের পোষ্ট কিছু দিন ফলো করতাম। মনে হতো তারা অভার স্মার্ট। শো অফ করছে।

    পরে বুঝতে পেরেছি এটা তাদের স্বাভাবিক কথা বলার ধরন। just being themselves. সমস্যা হয়েছিলো আমি নিজেই odd জায়গায় চলে এসে আমার norm কে তাদের উপর project করে সেটার উপর তাদের judge করছিলাম।

1-Jan-2017 7:10 am

Published
1-Jan-2017