Post# 1483060410

30-Dec-2016 7:13 am



একবার ফিরিস্তা জিব্রীল আ: রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে বললেন

"আজকে এমন এক নতুন ফিরিস্তা আপনার কাছে এসেছে যে এর আগে কখনো দুনিয়াতে আসে নি।"

সংগী ফিরিস্তা বললেন,
"আমার রব আমাকে পাঠিয়েছেন জানতে আপনি বাদশাহ-রসুল হতে চান নাকি আবদ-রসুল?"

রাসুলুল্লাহ ﷺ জবাব দিলেন "আবদ, মানে গোলাম রসুল"

এর পর রাসুলুল্লাহ ﷺ সেভাবে বসতেন যেভাবে গোলামরা বসে। সেভাবে খেতেন যেভাবে গোলামরা খায়।


শেষ দিনগুলোতে উনি ﷺ খুতবায় বলছিলেন,

"আল্লাহ উনার এক বান্দার সামনে দুনিয়াকে পরিবেশন করেছিলেন, কিন্তু সেই বান্দা তার রবকে পছন্দ করেছে।"


সৃষ্টিকে সৃষ্টি করে আল্লাহ তায়ালা বলেছিলেন

"অনুগত হও -- ইচ্ছায় অথবা অনিচ্ছায়।"

    Comments:
  • most definitely. I have quoted only the relevant line needing focus.
  • most definitely. কিন্তু গানের কথা থেকেও এখানে ফোকাস হলো, ১। আমি তার মত অন্ধ না ২। আমাকে তার মত এই শীতকালে রাস্তায় গান করতে হয় না।

    প্রতিটা নিয়ামতের মূল্য দিতে হবে।

30-Dec-2016 7:13 am

Published
30-Dec-2016