Post# 1482942247

28-Dec-2016 10:24 pm


আবেদ ইবাদত করে যাবে।
তবে তার দাসত্বের পরিক্ষা হলো যখন তার উপর কষ্ট বিপদ আসে।

তখন কি সে বুঝতে পারে যে --
এই কষ্ট তার রবের তরফ থেকে পাঠানো?
তখনো কি সে তার রবের উপর ঐ রকম সন্তুষ্টি থাকে
যখন আনন্দের সময় ছিলো?

"কিন্তু কেউ যদি আমাকে প্রতারিত করে?"

আল্লাহ তায়ালা অন্য দিক থেকে তোমার ক্ষতিকে পূরন করে দেবেন।
প্রতারককে অন্য দিক থেকে ক্ষতি দিয়ে প্রতিশোধ নিয়ে দেবেন।

তোমার পরিক্ষা ছিলো ধর্য্য ধরা।
তার পরিক্ষা ছিলো তোমাকে প্রতারিত না করা।

সে তার পরিক্ষায় ফেল করেছে।
তুমি?

"হে আমাদের রব!
ভুলি বা ভুল করি -- আমাদের ধরবেন না
মাফ করেন, ক্ষমা করেন
রহম করেন।
আপনি আমাদের মাওলা।"

    Comments:
  • পাকিস্তানে মারকাজুদ দাওয়া কারা? এদেশে আব্দুল মালেক সাহেব মারকাজুদ দাওয়া নামে একটা সেন্টার চালান বলে জানি।
  • //ফাতেরা রা. বিজনেস করেছেন // খাদিজা রা: হপে।
    আর আয়েশা রা: পরবর্তিতে নিজের যুদ্ধের ব্যপারে আফসোস করেছেন।
  • তো? বুজুর্গ হবার চেষ্টা আমার আপনার সবার।
  • রাস্তায় polar bear দেখা গেলে ছবি তুলে পাঠিও।
  • --
  • কবিটা কে?
  • স্বরচিত।
  • https://www.facebook.com/TheIndependentOnline/videos/10154336553826636/

28-Dec-2016 10:24 pm

Published
28-Dec-2016