Post# 1482911730

28-Dec-2016 1:55 pm



সাহাবা কিরামগনের নিজেদের মাঝে সংগটিত যুদ্ধ এবং অন্যান্য ঘটনাগুলোর শুধু বর্ননা করে যেতে হয়, "এই হয়েছে এর পর সেই হয়েছে" এরকম। কিন্তু এর বিশ্লেষন করে "উনি ভুল করেছেন" বা "তিনি না-হক ছিলেন" এই রকম বিচার মূলক কথা বলতে হয় না।

এটা হলো আমাদের মাজহাবের আলেমদের শিক্ষা।


শিয়ারা মুসলিম কিনা?

এর উত্তর আমি যেটা পেয়েছি:

  • সালাফি আলেমদের মতে তাদের সবাই কাফির। তাদের মাঝে পার্থক্য করার প্রয়োজন নেই।
  • হানাফি আলেমদের মতে তাদের সবাই কাফির না। বরং তাদের ভিন্ন ভিন্ন আকিদা বিচার করে কুফর ফতোয়া দেয়া হয়।


    প্রত্যেক অলেমের অধিকাংশ কথাই ঠিক, কিছু কথা ভুল। যার কাছে যতটুকু ভালো আছে সেটা থেকে নিতে হয়। ভুলের জন্য আলেমদের বাদ দিতে থাকলে ১০০% সঠিক কোনো অলেম বাকি থাকবে না।

    "তাহলে কি করে বুঝবো কোনটা ঠিক, কোনটা ভুল?"
    মূলধারা দেখতে হবে। অধিকাংশ আলেম যেটাকে বলে ঠিক, সেটা ঠিক। যেটাকে বলে ভুল সেটা ভুল। এটা ঈসা আ: এর অনুসারীদের জন্য সত্য ছিলো না। মুহাম্মদ ﷺ এর অনুসারীদের জন্য সঠিক।

    28-Dec-2016 1:55 pm

  • Published
    28-Dec-2016