Post# 1482489451

23-Dec-2016 4:37 pm



প্রচন্ড বৃষ্টি।

এক ছাউনির নিচে দুই সঙ্গি কথা বলছে,
"চলে যাচ্ছো?"
"হ্যা"
"আর আমি?"
"তোমার কাজ এখনো বাকি।"


একজন বেশি বেশি খাবার খায়।

বন্ধু বলছে,
"তোমার রিজিক যে হারে খেয়ে ফেলছো, শেষ হয়ে গেলে তুমি বেশি দিন বাচবে না।"
"কোরআন-হাদিসে এমন কথা আছে?"
"রিজিক শেষ হবার কথাটা আছে। তবে তাড়াতাড়ি বা আস্তে আস্তে শেষ করার কথা মানুষের বানানো। ধারনা।"

আল্লাহর গোলাম এরপর কম কম করে খায়। হতেও পারে।


অন্য এক জনের সাথে।
অন্য সময়ে।

"আপনি একবার একজনকে বলেছিলেন না বেশি বেশি খেলে তাড়াতাড়ি মারা যায়?"

"সিরিয়াসলি না। কথার কথা বলেছিলাম। দুষ্টামি করে। কোরআন হাদিসে নেই।"

"আমার সমস্যা উল্টো। আমি উদগ্রিব হয়ে আছি সাক্ষাতের জন্য।
কখনো মাসগুলোকে লম্বা মনে হয়,
কখনো সপ্তাহগুলোকে,
কখনো বা দিনগুলোকে।"

"কিন্তু আপনাকে তো পাঠানো হয়েছিলো ইবাদতের জন্য।"

"যদি আমি বেশি বেশি করে ইবাদত করি। তবে দায়িত্ব দ্রুত পূর্ন হলে কি দ্রুত সাক্ষাতের জন্য যেতে পারবো?"

"জানি না।"

তবে জানি,
যে প্রচন্ড চায়,
যে সে তার রবের সাথে দেখা করবে,
সে যেন নেক আমল করে
আর তার রবের ইবাদতে, কাউকে শরিক না করে।।

23-Dec-2016 4:37 pm

Published
23-Dec-2016