প্রসংগ Business Apps তৈরি করা:
১
- লিখারও দরকার নেই। ফ্রি-ওপেন সোর্স বিজনেস এপ যেটা চান সেটাই পাবেন নেটে।
- তারপরও প্রোগ্রামাররা লিখে মূলতঃ প্রেকটিশের জন্য।
২
That being said,
- দেশে নতুন কোড লিখার মত প্রোগ্রামার পাবেন। কিন্তু পুরানো কোড চেঞ্জ করার মত প্রোগ্রামারের খুব অভাব। বলা হয়, একজনের লিখা কোড অন্য কেউ বুঝতে পারে না, যদি না তার লিখকের থেকে দ্বিগুন বুদ্ধি থাকে।
- কাষ্টমার কিছু বদলাতে বললে এর কোড বুঝতে হবে। নচেৎ সাপোর্ট দিতে পারবেন না। সেক্ষেত্রে কাষ্টমার বেশি দিন থাকবে না।
- ফ্রি ওপেন সোর্স এপস যারা দেশে মার্কেট করছে তারা অধিকাংশ কিছু বছর পর আর বিজনেজে টিকতে পারে না।
৩
তাই যারা কোড লিখেন, তাদের কম্পিটিটর তার পাশের জন না।
প্রোগ্রামারদের লেভারেজ তার নতুন আইডিয়া না।
তার কম্পিটিটর আর লেভারেজ শুধু তার নিজের কোড আর নিজে।
এ কারনে ওপেন সোর্স করেও অরিজিন কম্পানিগুলো কোনো লস দেয় না।
- Comments:
- আসিফ ভাই more likely than not, সালাফি মানহাজের। ১ লক্ষের মাঝে কিন্তু কোনো সালাফি ছিলো না। বাংলাদেশের অধিকাংশ সালাফি আলেমদের বক্তব্যের সাথেও কিন্তু উনার বক্তব্যে অমিল নেই। তাই উনার স্ট্যন্ডের উপর উনাকে ধরা যাচ্ছে না।