Post# 1482307773

21-Dec-2016 2:09 pm


MLM:

এটার সমস্যা হলো এটা এভাবে চলে:
মনে করেন, ১ হাজার টাকার একটা শার্ট আমি ৫ হাজারে কিনলাম।
আমি ঠকলাম।
শেষ?
না। শেষ না।

দোকানদার বললো "আপনি যদি আরো দুই জনকে আমার দোকানে এনে ঠকিয়ে দিতে পারেন। তবে এর একজনের ঠকের ৪০০০ টাকা আমি আপনাকে দিয়ে দেবো।"

বললাম "ঠিক আছে।"

আরো দুই বন্ধুর কাছে গিয়ে বললাম

- তোমাদের ঐ দোকান থেকে ১ হাজার টাকার মাল ৫ হাজারে কিনতে হবে।

  • কেন? এটা তো ঠক।
  • চিন্তা নেই তোমরা প্রত্যেকে যদি আরো দুই জনকে এইভাবে ঠকাতে পারো তবে তোমাদেরও ঠকের টাকা উঠে আসবে।

    বিচক্ষন হলে তারা সরে দাড়াবে। "না ভাই আমারও ঠকার দরকার নেই, আর অন্যদের ঠকিয়ে তার ঠকের পার্সেন্টেজও আমার খাওয়ার দরকার নেই।"

    সরল সোজা মানুষ হলে মনে করবে এটা কমিশন ব্যবসা।

    একটা MLM চালু হয়ে গেলো।

    FAQ:
    "ঠকলে সমস্যা কি? আরো দুইজনকে ঠকালে তো সবসময় তাদের টাকা উঠে আসবে।"

    একসময় আর সমাজে ঠকানোর লোক থাকবে না। তখন এই লাষ্ট লেভেলে সবাই লস দেবে। এবং সমাজের ৭০% লোক থাকবে এই লাষ্ট লেভেলে।

    "এটাকে ঠক বলছেন কেন? এত টাকার ডিভিডি ড্রাইভ অন্য জায়গায়...."

    আমার কাছে ঠক মনে হলো তাই।

      Comments:
    • TIL: পাবলিক এখন স্টেটাসের লাইন গুনে। Anyway corrected :-D
    • "...অন্য জায়গাতেও আমাদের মত এত বেশি দামে বিক্রি করে।"
    • Today I Learned.

    21-Dec-2016 2:09 pm

  • Published
    21-Dec-2016