১
Quote: "মানুষ এখন ফতোয়া নিয়ে আসে। কোথায় ছিলো আপনার ফতোয়া যখন ____ কে হত্যা করা হচ্ছিলো? আপনার বাবা/ভাই/মা/বোনকে যখন হত্যা করা হবে তখনও কি আপনার এই ফতোয়া থাকবে?"
বক্তব্য থেকে বুঝলাম,
১। ফতোয়া সুবিধা মত টার্ন অন - টার্ন অফ করা যায়।
২। ফতোয়া টার্নড অফ করে দিলে ঐ ফতোয়া আর প্রযোজ্য হয় না।
৩। মোটামুটি ফতোয়া ততক্ষন ইফেকটিভ থাকবে, যতক্ষন আমি মার দিতে থাকবো।
৪। কিন্তু যদি আমি বা আমার আত্মিয়রা মার খেতে থাকে তবে -- "লে তোর ফতোয়া"
২
৮০র দশকে ইনকিলাব পত্রিকা যখন ছাপানো হয়েছিলো তখন এটাতে কোনো মানুষের ছবি ছাপানো হতো না।
এর পর মানুষের ছবি ছাপানো হয় কিন্তু কোনো চলচিত্রের এড দেয়া হতো না।
এর পর চলছিত্রের এড দেয়া আরম্ভ হয় কিন্তু সংগে বড় করে নায়ক-নায়িকার ছবি দেয়া হতো না।
এর পর ... ... ...।
তাদের কাছে কখনো ফতোয়া জানতে চাই নি এই ব্যপারে। কিন্তু ধরে নিতে পারি জিজ্ঞাসা করলে বলতো, "পরিস্থিতির কথাও চিন্তা করতে হবে।" হুম understandable.
তাদের দোষ দিচ্ছি না। was just saying.
৩
কারা সেকুলার তাই ফতোয়া বিরোধি,
আর কারা ফান্ডামেন্টালিস্ট তাই ফতোয়া বিরোধি
-- কেমন যেন গুলিয়ে ফেলছি।
এটা কে কি ফিতনা বলা যায় ফ্রান্স? :V
- Comments:
- ১। এটা দিনের শেষ poke ধর্মি পোষ্ট,
২। যারা অফেন্ডেড হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই।
৩। সমস্যার কথা লিখা হয়েছে এখানে, সমস্যার কোনো সমাধান দেয়া হয় নি।