Post# 1482211672

20-Dec-2016 11:27 am


জুয়া:


জুয়া খেলায় খেলোয়ারের সবসময় লস। হাউজের লাভ। হাউজ বলতে জুয়ার ব্যবস্থাপকদের বুঝাচ্ছে। এটা স্টেটিসটিক্যলি প্রমান করে দেখানো যায়। কিন্তু সরল সাধারন মানুষ স্টেটিসটিকস বুঝে না, প্রোবাবিলিটির থিউরি বুঝে না। তাই আল্লাহ তায়ালা বলে দিয়েছে "এগুলোতে মানুষের বিশাল ক্ষতি। আবার লাভ আছে, কিন্তু এর ক্ষতি বেশি।"

তাই এর লাভ দেখে যেন প্রতারিত না হই।


লেটেস্ট এক জুয়ার হাউজ এভাবে ডাক দিচ্ছিলো,
আপনার টাকা ডবল করেন। ১০০ টাকা খেলবেন। জিতলে ডবল পাবেন। হারলেও লস নেই। ২০০ টাকা খেলেন। আবার হারলে ৪০০ টাকা। শেষে যখনই জিতবেন আপনার আগের লস সহ প্রফিট উঠে আসবে।

এখানে সমস্যা হলো।

হারার পরে এভাবে ডবল করতে থাকলে, যদি ১৬০০ টাকায় গিয়েও কেউ ৩২০০ টাকা জিতে। তবে শেষ পর্যন্ত তার লাভ থাকে ঐ ১০০ টাকাই। ৮০০ টাকা না। হিসাব করে দেখেন। এবং এই ১০০ টাকা প্রফিটের জন্য তাকে ১৬০০ টাকার রিস্ক নিতে হয়েছে।

"কিন্তু রিস্ক কোথায়? ১৬০০ টাকা হারলে সে ৩২০০ টাকা খেলবে!"

কিন্তু এক সময় তার টাকা শেষ হয়ে যাবে। ডাবল করতে পারবে না। তখন তার লস ১০০ টাকা না, বরং ১ লক্ষ টাকা হবে। এবং ঐ ১ লক্ষ টাকা জিতলেও সে প্রকৃতপক্ষে ১০০ টাকা লাভ করতো। আগের হিসাবে।

১০০ টাকা লাভের জন্য সে সর্বস্ব হারালো। এখানেই জুয়ার বোর্ডের লাভ। যদিও এটাকে zero sum game মনে হচ্ছিলো।


"কিন্তু লাভ করার পরে খেলা বন্ধ করে দিলেই তো প্রফিট!"
না। লাভ করতে থাকলে কেউ খেলা বন্ধ করে না। খেলতেই থাকে আরো প্রফিটের জন্য। হয়তো ঐ দিন আর খেলবে না। কিন্তু পরের দিন খেলবে। বা পরের মাস। বা পরের বছর। এভাবে সে খেলতে থাকে যতক্ষন না সে নিঃস্ব হয়ে যায়।

"নিঃস্ব হবে কিভাবে? বুঝলাম না"
উপরের নিয়মে হবে। ২ নং পয়েন্ট দ্রষ্টব্য। এটা হতে হয়তো বছর বছর লাগে। কিন্তু এক সময় এটা হবে। তখন সে খেলা বন্ধ করে দিবে শুধু মাত্র এই কারনে যে সে নিঃস্ব হয়ে গিয়েছে তাই।

তাই জীবনের শেষে গিয়ে জুয়া খেলে তার লাভ শূন্য না, বরং নেগেটিভ -- সে নিঃস্ব।

এবং এর আগে সে খেলা বন্ধ করে নি।

আল্লাহ তায়ালা আমাদের হক পথে রাখুন।

    Comments:
  • বিধানের জন্য অপেক্ষা করছি। তার পূর্ব পর্যন্ত এখন পর্যন্ত যা শুনছি আলেমদের কাছ থেকে সেটাকেই বিধান জানবো। জাজাকাল্লাহ।
  • by the way: পড়তে অস্বিকার করার জন্য মৃত্যু দন্ডের হদ আছে। কাজা করার জন্য পিটানির হদ নেই। that was the point.
  • //সালাফি আলেমগন গ্রহন করে না //

    এর পরও সালাফিদের আলেমদের মূলধারা পিটানির কোনো ফতোয়া দেয় নি। লিংক দ্রষ্টব্য।

    //সেই ভিডিওটায় জুমার নামাজ না পড়ার জন্য একটি হদ কার্যকর করা হয় -যাতে মানুষরা ইসলামে নামাজের বিষয়টা বুঝতে পারে//

    আমিও তাই বলছি।

  • //সালাফি আলেমদের ফতওয়া এক্ষেত্রে হানাফি আলেমদের থেকে বেশি কঠিন //
    আপনার বিশ্বাস সম্পর্কে জানলাম। জাজাকাল্লাহ।
  • ১০০ খেলে হারলাম, কভার করার জন্য এর পর ২০০ খেলে হারলাম, এর পর ৪০০ খেলে হারলাম, ৮০০ খেলে হারলাম, ১৬০০ খেলে জিতলাম ৩২০০।

    খেললাম ১০০+২০০+৪০০+৮০০+১৬০০ = ৩১০০
    জিতলাম: ৩২০০

    দিনের শেষে লাভ: ৩২০০-৩১০০ = ১০০ টাকা লাভ। যদিও মনে হতে পারে ৩২০০ জিতেছি।

    এবং জিতার পরে সে মনে করবে আরেকবার খেলি। মাত্র ১০০ প্রফিট হলো। এই বার জিতলে বরং ৩২০০ প্রফিট নিয়ে বাসায় যেতে পারবো।

    Rinse, repeat until নিঃস্ব।

  • বার বার জিততে থাকলে সে খেলতে থাকবে: ২০০ জিতলো। সেটা বেট করে ৪০০ জিতলো। এর পর ৮০০, ১৬০০, ১ লক্ষ ২৪ হাজারে গিয়ে হারলো।

    এর পর সে নিঃস্ব। নিজের পকেট থেকে সে আরো ১ লক্ষ ২৪ হাজার টাকা দিয়ে খেলা চালাতে পারবে না। কারন তার কাছে এই টাকা নেই।

    এখানেও তার লস ১০০।

20-Dec-2016 11:27 am

Published
20-Dec-2016