শুধুমাত্র সংসারি-চাকুরি জীবিদের জন্য:
[ এখনো যারা ছাত্র তাদের জন্য নিচের স্টেটাস না ]
মাদ্রাসায় গিয়ে দ্বিন শিখতে পারলে বেস্ট। মাদ্রাসা মানে, কওমি মাদ্রাসায়। এর বিপরিতে আলিয়া মাদ্রাসা আর স্কুলের কোর্স এখন তেমন কোনো পার্থক্য নেই।
কিন্তু চাকরিজীবি/সংসারী যাদের মাদ্রাসায় যাবার সময় বা সুযোগ নেই। কিন্তু ফেসবুকে মানুষের স্টেটাসে স্টেটাসে ঘুরে টুকরা টুকরা দ্বিন শেখার চেষ্টা করে যাচ্ছেন। তাদের জন্য এর থেকে ভালো উপায় হলো অনলাইনে কোনো কোর্সে ভর্তি হয়ে যাওয়া।
আসিফ সিবগাতের এই কোর্সটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না। বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের জন্য। [ বিদেশ মানে ইউরোপ আমেরিাকাতে। মধ্যপ্রাচ্যে হলে অনলাইনে শেখার দরকার নেই ]
কোর্স ফি, ৫০০/= মাসে। কেউ করে থাকলে আমাকে ফিডব্যক দিতে পারেন কেমন হলো।
- Comments:
- ছাত্রদের এ জন্য দূরে থাকতে বলেছি। এটা ছাত্রদের জন্য না। চাকুরিজীবি/বিবাহিত মানে আরো বড়দের জন্য। ছাত্রদের জন্য রিকমান্ডেড হলো ট্রিপল এ।
- ট্রিপল ই দের এখন ভাত নেই। যেহতু মোবাইলের ব্যবসায় মন্দা।
আর ফাকিবাজি পড়া পড়ে সিএসইতে কিছু করা যায় না। যেহেতু এটা ভার্সিটি থেকে না শিখে আসলে পরে ময়দানে শেখা যায় না।
আর পোলাপান এখন সব ফাকিবাজ। এক্সেপশন আছে কিনা জানি না। :V
- ঐতিহাসিক ভাবে বাংগালিরা কবিতা সাহিত্য লিখা ছাড়া আর কিছু পারে না -- আবার প্রমানিত :V
- দোয়া রইলো। আল্লাহ তায়ালা যেন আপনার ইলম আমলে বরকত দান করেন। ইচ্ছাকে পূর্ন করেন, দুনিয়াতে আখিরাতে।
- এই মুহুর্তে বোধ হয় ধরছি না। অনেক কিছু গুছিয়ে উঠতে হবে কাজ ধরার আগে। এবং শেষ পর্যন্ত হয়তো সব এডমিনের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেবো। ডিসাইডেড না। একটু ক্লিয়ার করে নেই। Muhammad Al Imran Naeem