Post# 1482128539

19-Dec-2016 12:22 pm



নামাজ কাজা করার জন্য শরিয়াতে কোনো হদ [দোররা, পিটানো এরকম শাস্তি] দেয়া নেই। আখিরাতে শাস্তি আছে।

ফেসবুকের কিছু চিন্তাবিদদের লিখাতে নামাজ না পড়ার জন্য হদের যে কোটেশনগুলো দেখা যায় এগুলো cherry picked। বাছাই করে আলাদা করা। মূলধারার কোনো কথা না বা সর্বজন গ্রাহ্য কোনো ফতোয়া না।

হাম্বলি-সালাফি মাজহাবে পিটানোর হুকুম থাকলে এখানে থাকতো। এখানে এরকম কোনো কথা নেই।
https://islamqa.info/en/2182
https://islamqa.info/en/5208

আর হানাফি মাজহাবে আমি কখনো শুনি না বা পড়ি নি। খূজলে হয়তো কোনো নাম না জানা বই থেকে এর উল্টো উদৃতি দেয়া যাবে। কিন্তু মূল ধারার বইয়ে এরকম কোনো কথা নেই। মূলধারার বই যেমন, হিদায়া, ফতোয়ায়ে আলমগিরী এসবের বাংলা অনুবাদ আছে।

আমার যদি এতদিন নজর এড়িয়ে যায় তবে মূলধারার কোনো বইয়ে থাকলে আমাকে জানিয়ে দিলে খুশি হবো।

হাম্বলি মাজহাবে ইচ্ছে করে নামাজ না পড়লে তাকে কাফির বলা হয়।
হানাফি মাজহাবে ফাসিক বলা হয়, তবে কাফির না।

এর পরও পিটিয়ে তাদের নামাজ পড়াও এটা নিজের বাচ্চা সন্তান ছাড়া আর কারো জন্য হুকুম পাই নি।


ভিডিও: সিরিয়া বা ইরাকে জুম্মার দিন নামাজ না পড়ার অপরাধে দুজনকে রাস্তায় ধরে পিটানো হচ্ছে। এতে ইসলাম কায়েম হয়েছে আনন্দে শেয়ার করছে অনেকে।

না। আমার মত ভিন্ন।

আমি আল্লাহ তায়ালার ফয়সালায় সন্তুস্ট। এর এক ধাপ এগিয়ে বেশি করলে এটা আরো বেশি ভালো -- সেটা মনে করি না। বিশেষ করে হদের বেলায়।


শেষ যুগে কিছু লোক নিঃস্ব অবস্থায় সুন্নাহকে আবিস্কার করবে জেরুজালেমের আশে পাশে। মানে সুন্নাহ হারিয়ে যাবে।

বিকৃতি সব দলের পক্ষ থেকেই হয়। এর জন্য আমাদের ফিরে যেতে হয় পুরানো কিতাবে। যেগুলো ১৯০০ সালের আগে লিখা হয়েছিলো।

আল্লাহ তায়ালা যেন আমাদের পথ দেখান।

    Comments:
  • এটা করলে আরো ভালো Muhammad Shadman Sakib

    বর্নিত ভিডিও তে এরকম কিছু করা হচ্ছে না। নিজেরা পিটানো বানিয়ে নিয়েছে, জুমার এক ওয়াক্ত নামাজ তরক করার জন্য।

  • হিদায়া কুদুরি হানাফি মাজহাব এর অনুসারীদের জন্য। অন্যদের জন্য এটা দলিল হওয়া শর্ত না। Mohammad Hafijur Rahman

19-Dec-2016 12:22 pm

Published
19-Dec-2016