আমাকে উপদেশ: "সারাদিন ফেসবুকিং করার বদলে প্রডাক্টিভ কিছু তো করতে পারেন!"
অকে। চিন্তা করলাম এক গাদা বিজিনেস এপস ডেভালপ করে হোষ্ট করবো এই জায়গায়।
https://habibur.com/apps/
দুই সপ্তাহ শুধু কাজ করবো ইনশাল্লাহ।
এর পর প্রোডাকটিভ কাজ করি না কেউ বলতে পারবে না ইনশাল্লাহ। :-)
শিক্ষানবিশরা আইডিয়ার জন্য ফলো করতে পারেন।
এক্সপার্টরা আইডিয়া দিতে পারেন।