Post# 1482024528

18-Dec-2016 7:28 am



এক সময়ে মনে হয় একদম সহজ করে কিছু লিখলে ভালো হতো। এর পর মনে হয় সহজ করে লিখলে লিখা বড় হয়ে যায়। যেহেতু প্রতিটা পযেন্ট ব্যখ্যা করতে হয়। প্রতিটা রেফারেন্সের পুরো কোটেশন দিতে হয় দলিল সহ। এবং এর পরও এত লিখার মাঝে মুল যে পয়েন্টটা হাইলাইট করতে চাইছিলাম সেটা হারিয়ে যাবে উদাহরনগুলো মাঝে। উদাহরনগুলো হয়তো দেয়া হয়েছিলো লিখা সহজ করে বুঝানোর জন্য।


তাই স্বিদ্ধান্ত নিলাম লিখা কম্পেক্টই রাখি।

"কিন্তু যারা বুঝবে না?"
তাদের সম্ভবতঃ ব্যকগ্রাউন্ড ইনফোগুলো জানা নেই। তাদের স্কিপ করে যেতে হবে, কিছু করার নেই।

"যদি ভুল বুঝে?"
লম্বা ব্যখ্যা করলেও তারা ভুল বুঝবে। সে সময়ে হয়তো মুল পয়েন্টে ফোকাস না করে লিখা সহজ করার জন্য যে উদাহরনগুলো দিয়েছিলাম তার থেকে একটা উদাহরন টেনে এনে ওটার উপর আক্রমন আরম্ভ করবে।

"তাহলে নিজের মত বা অপিনিয়নগুলো না লিখলে হয় না?"
কিছু বন্ধ হবে না। বিপরিত মতাবলম্বিরা আপনার স্টেটাসকে piggy back ride করে তাদের মত প্রচার চালিয়ে যাবে।

[ ব্যখ্যা: piggy back riding মানে অন্যের স্টেটাসের কমেন্টে নিজের দলের মত প্রচার করতে থাকা। সহজ করে বললাম :-) ]


"তাহলে সমাধান কি?"
টার্গেট অডিয়েন্স চয়েস করতে হবে। এর পর কম্পেক্ট করে লিখতে হবে যেন ঐ টার্গেট শুধু বুঝে। যারা ভুল বুঝবে তাদের ব্লক করে দিতে হবে তাদের নিজেদের নিরাপত্তার জন্য।

তাই যাদের ব্লক করতে যাচ্ছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কারো প্রতি আমার খারাপ ধারনা বা শত্রুতা নেই। শুধু সমস্যা হলো আমার স্টেটাসগুলো আপনার জন্য healthy মনে করছি না। আপনি এগুলো পড়ে ভুল বুঝবেন।

আবারো, সরি :'(

    Comments:
  • Right (Y). সে জন্য one has to chose his target audiences. :-)

18-Dec-2016 7:28 am

Published
18-Dec-2016