হিন্দি ভাষায় সবচেয়ে বড় নিউজ ওয়েব সাইট হলো jagran.com
কিন্তু যারা এখনো হিন্দি পড়তে পারেন না, সেই আর্ধশিক্ষিতদের জন্য এখন এই সাইটা বাংলায়। :V
http://habibur.com/hindi/news/jagran/
এবং আরো অনেক সাইট। সবগুলোর লিষ্ট এখানে:
http://habibur.com/hindi/
FAQ:
লিখা গুলো বাংলায়। ভাষাটা হিন্দি। কিন্তু ৯৯% বাংগালি এখন হিন্দি বুঝে। পড়তে পারে না শুধু। তাই বাংলায় লিখে দিলে বুঝতে পারার কথা।
- কিভাবে করছেন?
পেইজ ফেচ করে এনে হিন্দি লিখা বাংলায় কনভার্ট করে করা হচ্ছে।
- ভাঙ্গা আসছে।
বাগ থাকলে ফিক্স করতে হবে।
- উদ্যেশ্য কি?
"শুধুমাত্র কম্পানির প্রচারের জন্য, এনার্জি লাইট এখন...." :V :V :V
- Comments:
- গুগুল ট্রেন্সলেশনের বাংলা অনুবাদে আর্টিক্যলটা বুঝা যায় না। কিন্তু হিন্দি পড়তে থাকলে বুঝতে পারবেন। প্লাস হিন্দিও শিখা হপে। Muhammad Al Imran Naeem
আরেকটা হলো গুগুল ট্রান্সলেশন স্লো, এবং রেট লিমিট আছে।
- আরো কাজ করতে হবে। এর পর বুঝা যাবে।
তবে হিন্দিটা একটা স্টেপিং স্টোন। নেক্সট টার্গেট উর্দু নিউজ সাইটগুলোতে যাওয়া। Ashraful Alam
এর আগে বাংলা টু হিন্দি কনভার্টার একটা বানিযেছিলাম এটা ছিলো এই কাজটার আগের স্টেপ।
- google translation রুশ এর উপর সবচেয়ে ভালো কাজ করে। বুঝাই যায় না যে এটা অনুবাদ। কিন্তু বংলা-আরবীতে আসলে কলাপ্স করে।
- পেইড ফতোয়া সার্ভিস খুলতে পারেন। এখন বেশির ভাগ অনলাইনে প্রশ্নের উত্তর দেয়া হয় "আলেমদের সাথে যোগাযোগ করেন" অথচ ৯৫% শহরের মানুষের কোনো জানা শুনা আলেম নেই যার সাথে যোগাযোগ করতে পারবে।
এই ক্ষেত্রে লিখিত ফতোয়া ডেলিভার করলেন কোনো আলেম থেকে। জিজ্ঞাসাকারী এর জন্য খরচ দেবে। তাকে আর এটা নিয়ে দৌড়া দৌড়ি করতে হলো না।
- এখন আরো অনেক সাইট সাপোর্ট করে। সবগুলোর লিষ্ট এখানে।
http://habibur.com/hindi/