Post# 1481625408

13-Dec-2016 4:36 pm


পরাজয়:


একতরফা কোনো দল কখনো বিজয়ী হতে থাকে না। না মুসলিমরা - না কাফেররা। বিজয় হক না হক দুই পক্ষের মাঝে ঘুরতে থাকে। পেন্ডুলামের মত। একবার এই দল বিজয়ী হবে তো পরের বার ঐ দল।

ওহুদের পরাজয়ের পর এই আয়াত নাজিল হয়েছিলো।

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

"এই ভাবে আমি দিনগুলোকে মানুষের মাঝে ঘুরাতে থাকি।" আল ইমরান - ১৪০।

"এই দিনগুলো" মানে বিজয়ের আনন্দ বা পরাজয়ের গ্লানি। "মানুষের মাঝে" মানে মুসলিম-কাফির দুই দলের মাঝে।

  • কিন্তু আল্লাহ তায়ালার ওয়াদা আছে মুসলিমরা বিজয়ী হবেই...
    উনি বলেছেন "যদি মু'মিন হও" তাহলে। মু'মিন না হলে কোনো ওয়াদা নেই।

    - কিন্তু একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত যারা পরাজিত হবে না...
    ঠিক। তবে "এই নামের দল" বা "ঐ নামের দল" টাই সেই দল এমন কোনো ওয়াদা নেই।


    শেষে, বিজয়ী হওয়া হক পন্থি হবার একটা প্রমান। কিন্তু পরাজিত হওয়া বাতিল পন্থি হবার কোনো প্রমান না।

    শেষ জামানায় মালাহামার সময়, মুসলিমদের তিন ভাগের এক ভাগ ময়দান থেকে পলায়ন করবে। এই পলায়নকারীদের তিনভাগের একভাগ খৃষ্টানদের পক্ষে যোগ দেবে এই দাবি করে যে "যদি মুসলিমরা হক পন্থি হতো তবে আল্লাহ তায়ালা তাদের এই ভাবে পরাজিত করতো না"।

    তাই "বিজয়ী হবই" এর সাথে যেন আমার ঈমানকে বেধে না ফেলি।

    ফিতনার সময়।
    আল্লাহ তায়ালা মু'মিনদের অন্তরকে যেন হকের সাথে বেধে রাখেন।
    উনি ছাড়া আর কোনো পথ প্রদর্শনকারী নেই।

      Comments:
    • Mohammed Tawsif Salam, //১২ দল থাকবে//
      ৭২-৭৩ দল থাকবে বলা আছে। জান্নাতি হলো জামাতের সাথে মানে মূলধারার সাথে যারা থাকবে। ইসলামের ক্ষুদ্র কোনো দল মূলধারা না।
    • বাংঙ্গালি বা বেংগালি দুটাই "আ" ব্যবহার করে। "আ" উচ্চারন অনেক ভাষাতে করতে পারে। সমস্যা হয় "অ" উচ্চারনে।
    • web or native?
    • ok. web, got it :-)
    • x/c lent. But then I am planning to run a competition with you on building business web app -- if you agree. Friendly competition.

      That way both can learn and copy features from each other. :-)

    • Regardless. It can go on.

    13-Dec-2016 4:36 pm

  • Published
    13-Dec-2016