ফ্যসিজমের উত্থান:
বিশ্বের দেশে দেশে এখন ফ্যসিজমের উত্থান হচ্ছে। ফ্যসিস্ট সরকার ক্ষমতায় আসছে। এবং তারাই জনপ্রীয় হচ্ছে। খবরে প্রকাশ। হয়তো আগামি বিশ্ব চলবে ফ্যসিসট পলিটিক্যল সিসটেমে।
প্রথম বিশ্বযুদ্ধের পর ইসলামি খিলাফাতের পতন হয়। এবং পশ্চিমের কয়েকটা পলিটিক্যল সিসটেমের মাঝে সবাই কোনো একটা চয়েস করে নেয়।
১। গনতন্ত্র।
২। কমুনিজম-সোসালিজম।
৩। ফ্যসিজম।
এর মাঝে ফ্যসিজম জনপ্রীয়তা না পেয়ে ঐ সময়ে হেরে যায়। গনতন্ত্র আর কমুনিজম দুনিয়াতে টিকে থাকে। এর পর ৯০ এর দিকে কমুনিজম ফেইল করে। গনতন্ত্র প্রায় সমস্ত বিশ্ব এডপ্ট করে নেয়।
২০১০ এর পর থেকে গনতন্ত্রের পতন আরম্ভ হয়েছে। এবং এখন ফ্যসিজমের উত্থান ঘটছে। আমেরিকা, ইউরোপ, এশিয়া, এদেশ বিদেশ সব দেশেই এখন সবচেয়ে জনপ্রীয় ফ্যসিস্টরা।