Post# 1481304092

9-Dec-2016 11:21 pm


ক্যলিফর্নিয়া থেকে সার্ভার আজকে সকালে সরিয়ে নিউইয়র্কে নিয়ে এসেছি।

মেমোরি ডাবল করা হয়েছে। টাকাও দিতে হবে ডাবল। বছরে ১০ হাজার টাকা।

এখন কনফিগ: RAM 1GB, HD 30 GB, Digital Ocean's box $10/month. CentOS 7, PHP 7, Apache, sqlite.

হাই লোডে পড়লে আগের মেশিনটাতে মেমোরিতে কুলাচ্ছিলো না।

গুগুল আবার মাঝে মাঝে লোড বাড়িয়ে দিয়ে দেখে আমি কতটুকু লোড নিতে পারি। এবং সার্ভার ক্রাশ করলে লোড কমিয়ে দেয়। সার্চ রেজাল্টে নিচে নামিয়ে দিয়ে।

    Comments:
  • সার্ভার লগ গ্রাফ করলে দেখতে পারবেন, হটাৎ করে কোনো মাসে এক দিন করে। সবসময় না। Javascript based analytics গুলোতে এটা আসে না, কারন এটা bot traffic.
  • এড দিলে হবে ইনশাল্লাহ। কিন্তু দেই নি। তাই ইনকাম Zero.
  • টাকার প্রয়োজন হলে দেয়ার কথা চিন্তা করতাম। কিন্তু এখনো দেয়ার প্রয়োজন আছে মনে করছি না।
  • এটাও নির্ভর করে কত টাকা পাবো তার উপর। যদি এড দিযে বছরে ১০ হাজার পাই তবে দরকার নেই। যদি ১ লক্ষ পাই তবে সিরিয়াসলি চিন্তা করবো।

    এটাই হিসাব করার চেষ্টা করছি। Abdullah Muhammad

  • গুগুল এডে ফিল্টার করা যায়। আমি কি ধরনের এড এলাউ করবো Sayed Tanzid
  • I seriously considered that. But thought its better to wait for more feedbacks, positive or negative, from users that are using Singapore data centers.

    But anyway, I most likely will have to double the server capacity once again, after a few months. Plan to shift the server to Singapore then.

9-Dec-2016 11:21 pm

Published
9-Dec-2016