Post# 1481202844

8-Dec-2016 7:14 pm


ইখলাসের জন্য যাদেরকে আন্তরিক ভাবে ভালোবাসতাম তাদের একজন ছিলেন ড: খন্দকার জাহাঙ্গির স্যার। আরেকজন জুনায়েদ জামশেদ। দুজনই চলে গেলেন।
___
অন্তরের কথা শেয়ার করার জন্য প্রথম যুগের মানুষেরা একত্রিত হয়ে বসতেন। এ ব্যপারে রাসুলুল্লাহ ﷺ কেও বলে হয়েছিলো আপনি তাদের সাথে যোগ দিন।

এ যুগে এখন আর এটা নেই। দ্বিনের জন্য যদি কয়েক জন একত্রিত হয়, তবে এখন একজন শুধু preach করতে থাকে অন্যরা শুধু শুনতে থাকে। এটাকেই এখন বলা হয় "হালাকা"।

এখানে আন্তরের কথা শেয়ার করা নেই, অন্যের আবেগের কথা শুনা নেই।

যদি কোনো বৈঠকে কনভারশেসন হয়, তবে সেটা চলে যায় মাসলার দিকে, তর্কের দিকে, হক-নাহক বের করার দিকে।

এর কোনোটাই খারাপ না। কিন্তু ঐ মজমাটায় যখন রাসুলুল্লাহ ﷺ জিজ্ঞাসা করেছিলেন তোমারা কি আলোচনা করছো? তারা জবাব দিয়েছিলো আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমান দ্বারা যে সম্মানিত করেছেন, তার আলোচনা করছি, শুকরিয়া করছি।

https://www.youtube.com/watch?v=W3LvdwOJuU8

    Comments:
  • Double the fitness.

8-Dec-2016 7:14 pm

Published
8-Dec-2016