Post# 1481177491

8-Dec-2016 12:11 pm



ফেসবুক ফিড সব অফ করে রেখেছিলাম অনেকদিন। এখন সব জায়গায় ঢু দিয়ে দেখি এলাহি কান্ড। গালাগালি-আক্রমনের তুবরি চারিদিকে।

সে তুলানায় বরং আমার ওয়াল অনেক পরিষ্কার। অথচ আমি এত দিন ধারনা করতাম সবাই আমার পেছনে লাগছে কেন? :V


ঢু দিলাম অন্যান্য মুসলিমদের ওয়ালে, যারা নিজের বাচ্চার ছবি, চাকরির এচিভমেন্ট আর রান্না-টেকনলজি নিয়ে শুধু পোষ্ট দেয়। সহজ কথায় ইনোসেন্ট মানুষদের।

না সেগুলোতে কোনো গালাগালি নেই।

বুঝলাম, সমস্যাটা আমার নিজের দোষে। অন্য কারো না।


"বাচ্চাদের সবচেয়ে বেশি পিটায় কোথায় জানেন?"

"না।"

"সবচেয়ে বেশি পিটায় মাদ্রাসাগুলোতে। এর থেকে কম পিটায় স্কুলগুলোতে। আর সবচেয়ে কম পিটায়..."

"কোথায়?"

"ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে"

"মানে, কি বলতে চাচ্ছেন?"

    Comments:
  • এই স্টেটাসের ১। কোনো হিডেন মিনিং নেই ২। সমস্যা তুলে ধরা হয়েছে, কোনো সমাধান দেয়া হয় নি ৩। কোনো পক্ষ নেয়া হয় নি।
  • :-) (Y)

8-Dec-2016 12:11 pm

Published
8-Dec-2016