Post# 1481098546

7-Dec-2016 2:15 pm


নিজের জন্য কিছু রিমাইন্ডার:


দ্বিনের ব্যপারে কারো কথা শুধু তখনই শুনবো যখন কাউকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, তার বিচক্ষনতাকে শ্রদ্ধা করি এবং উনার ইলমকে নিজের জন্য উপকারী মনে করি।

এটা না হলে তার কথার অনুসরন আমার জন্য জরুরী না।

যারা উপরের ক্রাইটেরিয়াতে পড়েন না তারা হলেন:

- ফেসবুকের অপরিচিত কোনো আইডি, আমাকে অনেক দিন ধরে ফলো করলেও।

- আত্মিয় বন্ধু পরিচিত, যাদেরকে আমি আলেম মনে করি না।

- এবং নিজ নিজ দলের পক্ষে যারা ফেসবুকে "পুলিশি" করে বেড়ায়।


"বড় ভাই সিম্পটম"

এর কিছু উদাহরন:

  • ঐ স্টেটাসটা মুছে দিন।
  • এর সাথে এই ব্যখ্যাটা দিয়ে দিন, নয়তো মানুষ ভুল বুঝবে।
  • আপনার লিখা পড়ে মানুষ বিভ্রান্ত হবে।

    বড় ভাই আমার "উলিল আমর" শুধু তখনই হবে যখন আমি ঐ বড় ভাইয়ের দলের সদস্য হবো।

    সেটা যদি না হয়, তবে ভার্সিটিতে সবাই উনাকে বড় ভাই হিসাবে মেনে নিলেও, বাহিরের দুনিয়া সেটা করবে না।

    এই কঠিন সত্যটা আমাকে "বড় ভাইদের" কষ্ট করে বুঝাতে হয়। যখন তারা তাদের সিমানার বাইরে হুকুম ছড়াতে থাকে।


    "আমার কথা শুনলে আপনার জন্য ভালো হবে"

    মনে রাখতে হবে তার কথা শুনে যদি আমার উল্টো ক্ষতি হয়, তবে আমারই হবে, তার না।

    এবং তার কথা শুনে আমি যদি আগুনে যাই, সেটাও আমাকেই যেতে হবে। উনাকে তখন আমার পক্ষে সুপারিশ করার জন্য কোথাও খুজে পাবো না।

    তাই উনার উপদেশ উনার নিজের জন্য প্রযোজ্য। উনি ঐ পথে চলবেন।

    আমার জবাব আমাকে দিতে হবে।


    "ইমাম সুয়ুতি বা অন্য কোনো ইমাম বলেছেন ____"

    প্রথম প্রশ্ন হলো এটা কি cherry picked ফতোয়া? নাকি এটাই মুলধারার কথা?

    কোটেশন দাতা নিজের পক্ষে যে কোনো একটা দলিল খুজতে গিয়ে সার্চ দিয়ে প্রথম এটা পেয়েছেন?

    যদি এর উত্তর না জানি, তবে আমাকে আমার আগের জ্ঞানের উপর স্থির থাকতে হবে, নিজের দ্বিনের নিরাপত্তার জন্য।


    "আপনি জানেন কম/ অল্প বিদ্যা ভয়ংকরি/ নিম মোল্লা খতরে ইমান/ শয়তান ছিলো সবচেয়ে বড় আলেম/ নিজেরাই বড় বড় মুফতি হয়ে গিয়েছে/ আর কত মানুষকে বিভ্রান্ত করবেন?"

    এই উক্তিগুলো যতটুকু আমার নিজের উপর খাটে, ততটুকু উক্তিকারী নিজের উপরও খাটে।

    এগুলো দ্বারা উক্তিকারীর ইনস্টেবিলিটি, অহংকার আর নেতৃত্বের আকাংখা ছাড়া আর কিছু প্রাকাশ পায় না। তাই বড় গলার মানুষদের যেন হক মনে না করি। এরা মেনিপুলেটর।

    Self reminder.

    7-Dec-2016 2:15 pm

  • Published
    7-Dec-2016