Post# 1481091837

7-Dec-2016 12:23 pm


"সাত বা আট বছর আগে, ইজতেমার ময়দানে যখন শুনলাম: দাওয়াত ফরযে আইন হ্যায়। তখনই বুঝে গিয়েছিলাম, এই মুবারক মেহনতের মাথায় থাকা মুরুব্বীগনের সাথে কোথাও না কোথাও ইলমি দূরত্ব তৈরী হতে শুরু করেছে।
...
"যার একটা নমুনা দেওবন্দের ফতোয়া। একটা বিষয় বেশ ভাবিয়ে তোলে, ফতোয়া ব্যক্তি সম্পর্কে হলেও, অনেকে না বুঝে, ব্যক্তির সাথে পুরো মেহনতকে জড়িয়ে ফেলছে। এটা বোধহয় ঠিক নয়। অবশ্য তাদের কাছে যু্ক্তিও আছে। তাদের কথা হলো: উনি তো মূলকেন্দ্রই দখল করে বসে আছেন। তাহলে?"

- শায়েখ আতিক উল্লাহ।

__________
সব কিছু সবাই বুঝবে এটা শর্ত না।
সব কিছু সবাইকে বুঝাতে হবে সেটাও শর্ত না।

কখনো কখনো সময় আসে, এমন কি নিজেকেও ডিফেন্ড না করার।
কখনো কখনো সময় আসে চুপ করে বসে থাকার।

বাকিটা নিয়ে উনার পরিকল্পনা আছে।।

7-Dec-2016 12:23 pm

Published
7-Dec-2016