Post# 1481034992

6-Dec-2016 8:36 pm


[ ১। উচু হওয়া প্রসংগে ]

নবী (সাঃ)-এর উট 'আযবা' কখনো দৌড়ে পেছনে পড়তো না। একবার একজন বেদুঈন আরব একটা নওজওয়ান উটের-পিঠে সওয়ার হয়ে আসে এবং আযবা-এর সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, যাতে সে প্রথম হয়। রাসূলুল্লাহ (সাঃ)-এর সাহাবীগণ এতে ব্যথিত হলে তিনি বলেনঃ এটাই আল্লাহর বিধান যে, কোন জিনিস বেড়ে গেলে, তিনি তা কমিয়ে দেন।
-সুনানে আবু দাউদ - ৪৭২৭

আনাস (রাঃ) উপরোক্ত হাদীছ বর্ণনা প্রসঙ্গে নবী করীম (সাঃ) থেকে উল্লেখ করেনঃ ইহা মহান আল্লাহর বিধান যে, দুনিয়ার কোন জিনিস যখন বেড়ে যায়, তখন তিনি তা কমিয়ে দেন।
-সুনানে আবু দাউদ - ৪৭২৮

[ ২। নরম ব্যবহার প্রসংগে ]

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, হে আইশা ! নরম ব্যবহার করবে। কেননা, যার মধ্যে এ স্বভাব থাকে, তা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আর যার মধ্যে এ স্বভাব থাকে না, তা তাকে ক্রটিযুক্ত করে।
-সুনানে আবু দাউদ - ৪৭৩৩

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আল্লাহ হলেন নরম ব্যবহারকারী, তিনি নরম ব্যবহার পসন্দ করেন । আর তিনি নরম ব্যবহারকারী যে ছাওয়াব দেন, কঠোর ব্যবহারকারীকে তা দেন না।
-সুনানে আবু দাউদ - ৪৭৩২

[ ৩। কৃতজ্ঞ হওয়া প্রসংগে ]

নবী (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি মানুষের শোকর আদায় করে না, সে আল্লাহর শোকর আদায় করে না।
-সুনানে আবু দাউদ - ৪৭৩৬

একবার মুহাজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলাল্লাহ! আনসাররা তো সব ছওয়ারের অধিকারী হলো?

তিনি বলেনঃ না, যতক্ষণ তোমরা তাদের জন্য দু'আ করবে এবং তাদের প্রশংসা করবে, (ততক্ষণ তোমরাও ছওয়াব পাবে।)
-সুনানে আবু দাউদ - ৪৭৩৭

    Comments:
  • Someone commented: "You could use a dictionary to map names and values or populate an", as I said.
  • কপিরাইট নিয়ে কেউ ধরে কিনা সেটা হলো সমস্যা।

6-Dec-2016 8:36 pm

Published
6-Dec-2016