Post# 1480900272

5-Dec-2016 7:11 am


ইন্টিলেকচুয়াল:


দশ বছর আগের ঘটনা।

একটা বিয়ের অনুষ্ঠানে ভদ্রলোকের সাথে বসলাম। আমি শ্রোতা এস ইউজুয়াল।

ভদ্রলোক ইন্টিলেকচুয়াল মানুষ। বিশাল বড়লোক। এবং অনেক হাই থটের কথা বললেন। কোরআন হাদিস নিয়ে অনেক রিসার্চ করেন। বলছেন,

"এই যে সরকার যারা আছে সব কাফের। যেহেতু তারা আল্লাহর হুকুম মত শাষন করে না।" এর পর আর কারা কাফের এর বিশাল লিষ্ট দিয়ে শেষে বললেন, "এই যত মাওলানা, মৌলভি আছে এরাও গনতন্ত্র পন্থি। তারাও কাফের।"

"আপনি তাহলে তাদের পেছনে নামাজ পড়েন না?" জিজ্ঞাসা করলাম।

"না নামাজ বাসায় পড়ি, কারন তাদের পেছনে নামাজ হবে না।"

"সৌদি আলেমদের ব্যপারে আপনার মত কি? তারাও কি কাফের?"

"তারাও কাফের কারন তারা সৌদি সরকারের পক্ষে আছে। এবং সৌদি সরকার কাফের।"

"এ বছর যে আপনি হজ্জে গেলেন, তখন নামাজ পড়লেন কিভাবে? হারাম শরিফে নামাজ পড়েন নি?", পাশের জন জিজ্ঞাসা করলো।

"হারাম শরিফে গিয়ে নামাজ পড়েছি, কিন্তু জামাতে না। তারা জামাত পড়েছে, আমি একা একা পড়েছি।"


এই বছর। আরেক বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ন ভিন্ন আরেক ভদ্রলোকের সংগে বসা।

কথা বোধ হয় আমি একটু বেশিই বলে ফেলেছিলাম। শেষে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন,

"ভাই মনে হয় কোরআন হাদিস নিয়ে অনেক রিসার্চ করেন। তাই না?"

"ঠিক তা না, তবে সময় পেলে পড়ার চেষ্টা করি।"

"বই লিখেন নিশ্চই।"

"না তাও না। তবে সময় পেলে কিছু বই অনুবাদ করি।"

"নামাজ পড়েন কোথায়? বাসায় নিশ্চই?"

"না মসজিদে।"

"মসজিদ তা হলে আপনার বাসার সাথে লাগোয়া হবে।"

me feeling like: উনি কি আমাকে ইন্টিলেকচুয়াল ভাবছেন?

    Comments:
  • by the way, দুটোই কিন্তু সত্য ঘটনা। কাল্পনিক না।
  • আপনার পয়েন্ট অফ ভিউ আমি বুঝেছি, এবং জানি।
    আমি এই ভিউয়ের সাথে কি কারনে দ্বিমত পোষন করি সেটা লিখেছি উপরে। এই প্যরাগ্রাফে: "এই ব্যখ্যার সমস্যা হলো হযরত উসমান রা: থেকে আরম্ভ করে..."।

5-Dec-2016 7:11 am

Published
5-Dec-2016