Good Cop - Bad Cop:
১
পুলিশ কোনো লোককে ধরে নিয়ে গিয়েছে। এবার জেরার পালা।
এখন ধরে যদি তাকে পিটিয়ে বলতে থাকে "বল! তোর সাথে আর কে কে ছিলো?" তবে সে কিছুই বলবে না। জেদ ধরে থাকবে, তাকে যতই পিটানো হোক না কেন।
এ জন্য পশ্চিমে ইন্টারোগেশনের সময় একটা গেইম খেলে যার নাম "good cop - bad cop." প্রথম জন এসে চার ঘন্টা ধরে পিটায়, গালি দেয় টর্চার করে। সে হলো bad cop. ভিকটম তাকে কিছুই বলে না।
এর পর সে চলে যায় অন্য একজন ঢুকে বলে,
"ভাই ঐ পুলিশ আপনাকে কি করেছে? এই ভাবে পিটিয়েছে? কোনো মানুষকে এই ভাবে পিটায়?" এর পর তার বাধন আলগা করে তাকে স্বান্তনা দেয়। পানি খাওয়ায়। সে হলো good cop। এও গোপনে পুলিশের লোক। কিন্তু রোল প্লে করছে। সবই অভিনয়।
এই রকম সার্কেল কয়েকবার ঘুরলে, ভিকটম এক সময়ে এই good cop এর প্রতি sympathetic হয়ে পড়ে।
"আর ভাই বইলেন না। আমাকে এই ভাবে পিটিয়েছে ঐ লোক।"
"চিন্তা করবেন না। আমি তাকে বলে দেবো না পিটাতে। আপনাকে ধরলো কেন ভাই?...."
এক পর্যায়ে ভিকটম এই good cop কে বন্ধু ভেবে সব কথা বলা আরম্ভ করে। একেবারে মন খুলে। কারন এই লোক তো আর খারাপ পুলিশ না, ভালো লোক। সে তার পক্ষে।
শেষে সেই good cop মেনেজমেন্টকে জানায় স্যার সব তথ্য নেয়া হয়েছে। Mission accomplished.
২
যখন ফেসবুকে পড়ি আল্লাহর কোনো বান্দা টর্চারের সময় চুপ ছিলো, আবার অন্য সময় গড় গড় করে সব বলে দিয়েছে। তখন বুঝি সে bad cop এর সামনে চুপ ছিলো। কথা বলেছে শুধু good cop এর কাছে।
৩
ইদানিং খবরে যখন সৎ-ভালো-আদর্শবান পুলিশের কথা পড়ি, তখন আমার কেন যেন শুধু এই good cop দের কথা মনে পড়ে।
"পুলিশের সবাই খারাপ না। পুলিশে এই-ওই ভালো লোক আছে যারা এই-সেই ভালো কাজ করেছে" -- হুম! মানে সে good cop এর role ভালোই play করছে।
কে জানে হয়তো আমার নিজের মনটা কালো হয়ে গিয়েছে পাপের কারনে, এজন্য চারদিকে সব কালো মনে হচ্ছে।
Note to self: ইস্তিগফার বাড়াতে হবে।