জিহাদ ফরজ কিনা -- এই ফতোয়া দেয়ার দায়িত্ব আলেমদের।
কিন্তু জিহাদ ঘোষনা দেবার দায়িত্ব সরকারের। ঘোষনার দায়িত্ব আলেমদের না।
এই দ্বিতীয় ভিডিওটা দিলাম, কারন প্রথম ভিডিওর বক্তব্য "বক্তার ব্যক্তিগত মত", "উনি ইভিল প্রকৃতির মানুষ" এইভাবে টুইস্ট করার চেষ্টা করা হয়েছে।
ভিডিওটা যেখান থেকে প্লে আরম্ভ হবে সেখান থেকে ১ মিনিট দেখলেই হবে।
https://www.youtube.com/watch?v=MB9KeTXaCP0&t=8m50s
- Comments:
- "এই কাজ কুফর" এটা একটা ফতোয়া। "সে কাফের" এটা দ্বিতীয় ফতোয়া।
আলেমরা প্রথম ফতোয়া দিচ্ছেন। কিন্তু বর্তমান কোনো মুসলিম প্রধান দেশের সরকার প্রধানকে "সে কাফের" এই ফতোয়া দিয়েছেন বলে জানি না।
এনি ওয়ে, "সে কাফের" এই ফতোয়া আলেমদের থেকে না আসা পর্যন্ত ধরে নেবো সে কাফের না।
আর ফতোয়া যদি আমিই দিলাম তবে আলেমদের দরকার কি?
সব ফতোয়া আমি নিজে দিলেই বা সমস্যা কি? - মানে, বলছেন এই বিষয়ে কোরআন হাদিস পড়ে যে যেটা ভালো বুঝে সে সেটা আনুসরন করবে?
- "তবে আপনি আমি কে ? তাদের বিরুধিতা করার ?" :-) (Y)
তবে নিজের বুঝ নিজে বুঝত হবে। That's the point.
- "কোরআন-হাদিস-ইতিহাস-হিকমত থেকে প্রত্যককে নিজের বুঝ নিজে বুঝে নিতে হবে কি করতে হবে" -- এখন ঠিক আছে উস্তাদ?
বেসিক্যলি, কোরআন হাদিস ইতিহাস পড়ে আমি যা বুঝবো, সেটাই আমি করবো ইনশাল্লাহ :-) অন্য কারো কথা শুনার দরকার নেই। তার বুঝ তার জন্য।
- এখন কে কি বুঝলো এটা নিয়ে তর্ক করা দরকার আছে? নাকি আজকের মত যথেষ্ট?