Post# 1480748626

3-Dec-2016 1:03 pm


ফেইক নিউজ এ ফেসবুক ভরে গিয়েছে। এটা প্রথম থেকেই ছিলো, কিন্তু এই বছর মনে হচ্ছে এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

ভিন্ন কোনো ঘটনার একটা বিভৎস ছবি বা ভিডিও নিয়ে বানোয়াট কোনো ঘটনার নামে চালিয়ে দেয়া। আজকে দেখলাম Organ Farm In Malaysia-Thailand Border. পুরোটাই ফেইক। কিন্তু ছবি দিয়ে এমন ভাবে প্রচার হচ্ছে যেন একেবারে সত্য।

আমি হিম-শিম খাচ্ছি বুঝতে কোনটা ফেইক। তাই সরল সাধারন মানুষেরা এই ট্রেপে পড়লে তাদের দোষ দিতে পারছি না।

তাদের কিছু বলেও লাভ নেই। তারা মনে করবে আমি এস্টাবলিশমেন্টের পক্ষে, বরং কন্সপাইরেসি থিউরিষ্টরাই রাইট।

এখন ফেইক নিউজ বুঝার rule of thumb হলো: খুব ইমোশোনাল কোনো নিউজ যদি আপনার ফিডে দেখেন যেখানে ছবির মাঝেই ঘটনার বর্ননা আর ফটো, তবে সেটা ফেইক।

    Comments:
  • That was the point. আমি মনে করেছিলাম এটা শুধু আমাদের সমস্যা। ঐ নিউজের পরে জানলাম সর্বত্র একই অবস্থা, এবং আরো বড় করে।

3-Dec-2016 1:03 pm

Published
3-Dec-2016