Post# 1480692213

2-Dec-2016 9:23 pm


সিসটেমস প্রোগ্রামার হিসাবে বছরের পর বছর কাজ করে এক সময় মনে হয় সার্ভার সাইড প্রোগ্রামারদের আর ভাত নেই। অন্য কিছু দেখি।

প্রথমে ভাবি বরং ফ্রন্ট এন্ড প্রোগ্রামিংয়ে যাই। সার্কুলেশনে এদের চাহিদা বেশি। এর পর ফ্রন্ট এন্ড প্রোগ্রামারদের কাছে শুনি grass is greener on the backend programmer's side.

এর পর ভাবি, তাহলে সিসটেমস এডমিনে চলে যাই। লিনাক্স সিসটেম কয়জন আর মেইনটেইন করতে পারে? দাম বেশি নিশ্চই!

এর পর একজন সিসটেম এডমিনের কাছে শুনি সে প্রোগ্রামিং পারলে সিসটেম এডমিনই ছেড়ে দিতো। অকে বুঝালাম।

শেষে চিন্তা করলাম বরং ডাটা সাইন্সে মুভ করি। আজকে জানলাম ডাটা সাইন্সের বেতন প্রোগ্রামারদের কাছাকাছি, কিন্তু বেশি না। সফটওয়ার কম্পানিগুলোতে বরং ডাটা সাইন্টিস্টদের বেতন কম।

Lesson learned: পাশের বাড়ির ঘাসের রংয়ের দিকে তাকিয়ে লাভ নেই।

বয়স হয়েছে। :-P

এনিওয়ে, AI. Deep learning এগুলো শিখতে হবে যদি ফিল্ডে টিকে থাকতে চাই।

    Comments:
  • যখন দরকার হবে তখন আপনি নিজে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। এই মুহুর্তে আপনার দরকার নেই।
  • দোয়া হয়েছে দেখলাম। এর জন্য যে শাহি ফরমান ছিলো জানতাম না। ইমাম সাহবে দোয়া আরম্ভ করার পর যখন প্রসংগ আনলো তখন উঠে চলে এসেছিলাম।

2-Dec-2016 9:23 pm

Published
2-Dec-2016